কঙ্গনার জন্য ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা! প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার এবং মুম্বই পুলিশের বিরুদ্ধে সরব অভিনেত্রী কঙ্গনা রানাউত। যার জেরে তিনি হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন। এরপরেই কেন্দ্রের তরফে তাঁর জন্য ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। যা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
চিনের বিরুদ্ধে আরও এক বিষয় নিয়ে সরব ভারত! তোলা হল বাণিজ্য-স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্ন

মহারাষ্ট্র সরকার ও মুম্বই পুলিশকে আক্রমণ কঙ্গনার
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকার এবং মুম্বই পুলিশের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউত। প্রথমে মৃত্যু তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছিলেন। এরপরে তিনি হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেন কঙ্গনা।

মুম্বইয়ে না ঢুকতে দেওয়ার হুমকির অভিযোগ
এরই মধ্যে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন। এর জেরে কঙ্গনাকে আক্রমণ শুরু করেন শিবসেনা নেতা ও সাংসদরা। মুম্বইয়ে না ঢুকতে দেওয়ার হুমকিও পান তিনি। এরপরেই কেন্দ্রের তরফে তাঁর জন্য ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।

নিরাপত্তা দেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ
তাঁকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ দিয়েছেন কঙ্কনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় চিনি লিখেছেন, প্রমাণিত হল ফ্যাসিস্টরা দেশপ্রেমিকদের কণ্ঠরোধ করতে পারবে না। একজন ভারতকন্যাকে অমিত শাহ যে সম্মান দিয়েছেন তাতে তিনি কৃতজ্ঞ বলেও জানিয়েছেন।

কঙ্গনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন মহুয়ার
অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া নিয়ে প্রস্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। টুইটে তিনি প্রশ্ন তুলেছেন, ভারতে যেখানে একলক্ষ মানুষের ক্ষেত্রে পুলিশের সংখ্যা ১৩৮ সেখানে এক বলিউড অভিনেত্রীকে কেন ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে। এই নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিও প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি।
