For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করিমপুরের পথেই ২০২১-এ জয় আসবে নদিয়ায়! দায়িত্ব পাওয়ার পরেই কাজ শুরু আত্মবিশ্বাসী মহুয়ার

করিমপুরের পথেই জয় আসবে নদিয়ায়! দায়িত্ব পাওয়ার পরেই কাজ শুরু আত্মবিশ্বাসী মহুয়ার

Google Oneindia Bengali News

নদিয়ায় দলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর কাজ শুরু করে দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। প্রথমেই তিনি সাংগঠনিক বৈঠক করেন। শারীরিক দূরত্ব বজায় রেখে দুই ভাগে বৈঠক সম্পন্ন করেন তিনি।

শুরুর দিন থেকেই আশাবাদী মহুয়া

শুরুর দিন থেকেই আশাবাদী মহুয়া

নদিয়ায় ২ টি লোকসভা এবং ১৭ টি বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রথম সাংগঠনিক বৈঠক করার পর আশাবাদী মহুয়া। তিনি বলেন ২০২১-এর দিকে লক্ষ্য রেখে কাজ শুরু করে দিয়েছেন তিনি।

পঞ্চায়েত ভোট আর বিধানসভা ভোট আলাদা

পঞ্চায়েত ভোট আর বিধানসভা ভোট আলাদা

২০১৮-র পঞ্চায়েত ভোটে তৃণমূল এই জেলায় ধাক্কা খায়। ২০১৯-এর হাত ছাড়া হয় রানাঘাট লোকসভা। তবে এই দুই ভোটের থেকে ২০২১-এর বিধানসভা ভোটকে একটু আলাদা করেই দেখছেন মহুয়া মৈত্র। কেননা এই তিন ভোটের মধ্যে বিস্তর সময়ের ফারাক।

করিমপুরের পথেই আসবে জয়

করিমপুরের পথেই আসবে জয়

কীভাবে এই জেলায় তৃণমূল ভাল ফল করবে, প্রশ্নের উত্তরে মহুয়া মৈত্র জানান, যেভাবে তৃণমূল করিমপুরের উপ নির্বাচনে জয়ী হয়েছিল, সেই ভাবেই ২০২১-এর বিধানসভায় তৃণমূলের জয় আসবে বলে মন্তব্য করেছেন মহুয়া। তিনি বলেন সব জায়গায় রিকভারি সিস্টেম একই। বুথ স্তর থেকে উঠতে হবে। বুথ স্তরে গিয়ে বুথ কর্মীদের নিয়ে কাজ করার ওপর জোর দিয়েছেন তিনি।

মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়

মহুয়া মৈত্র বলেন, দলের মুখ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, করিমপুর কোনও আলাদা মেথড নয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দল পরিচালনা করেন, সেই ভাবেই কাজ হবে। চোপড়ায় দলে বিরোধ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলে দুটো মত থাকতেই পারে। সেটাই ডেমোক্রেসি।

জুয়ার ঠেক থেকে গ্রেফতার হওয়ার পরেও জেলা যুব তৃণমূল সভাপতি! মুর্শিদাবাদে উজ্জীবিত কংগ্রেস জুয়ার ঠেক থেকে গ্রেফতার হওয়ার পরেও জেলা যুব তৃণমূল সভাপতি! মুর্শিদাবাদে উজ্জীবিত কংগ্রেস

English summary
Mahua Moitra has started his job in charge of Nadia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X