For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাত পোহালেই ভোট, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মহেশতলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

আবার ভোট রাজ্যে। রাত পোহালেই মহেশতলায় উপনির্বাচন। আঁটোসাঁটো নিরাপত্তায় ভোটগ্রহণ হবে এবার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে।

Google Oneindia Bengali News

আবার ভোট রাজ্যে। রাত পোহালেই মহেশতলায় উপনির্বাচন। সকাল সাতটায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। আঁটোসাঁটো নিরাপত্তায় ভোটগ্রহণ হবে এবার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। মোট ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামিয়ে ভোট গ্রহণ করা হবে। রাজ্যে সহিংস পঞ্চায়েত নির্বাচনের পর সোমবারের উপনির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেদিকেই নজর বাংলার।

রাত পোহালেই ভোট, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মহেশতলায় রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

এই উপনির্বাচনে ফের একবার সম্মুখ সমরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের পর আবারও ভোট যুদ্ধ। ত্রিমুখী লড়াইয়ে এবার মহেশতলায় কে ফায়দা তুলতে পারে, তা-ই দেখার। রাজ্যের সাম্প্রদায়িক উপনির্বাচনগুলিতে তৃণমূলেরই জয় জয়কার হয়েছে। দ্বিতীয় দল হিসেবে উত্থান হয়েছে বিজেপির। তবে বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলেও প্রথম স্থানাধিকারী তৃণমূলের সঙ্গে ব্যবধান উত্তরোত্তর বেড়েছে। কাঁথি হোক বা সবং, কিংবা নোয়াপাড়া বা উলুবেডিয়া- সর্বত্রই এক চিত্র।

[আরও পড়ুন: মোদীর 'আচ্ছে দিনে'র চার বনাম মমতার সাত, সমীক্ষার 'দাবি' তুলে চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ][আরও পড়ুন: মোদীর 'আচ্ছে দিনে'র চার বনাম মমতার সাত, সমীক্ষার 'দাবি' তুলে চ্যালেঞ্জ ছুড়লেন পার্থ]

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের লক্ষ্যে রবিবার বিকেল থেকেই এলাকায় রুটমার্চ চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এখানে মোট ২ লক্ষ ৪৮ হাজার ৭৫৪ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে। মোট বুথের সংখ্যা ২৮৩। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী দুলাল দাস। বিজেপির প্রার্থী হয়েছেন সিবিআই কর্তা সুজিত ঘোষ। বামেরা প্রার্থী করেছে আনকোরা প্রভাত চৌধুরীকে। কংগ্রেস প্রার্থী দেয়নি। তাঁরা নৈতিক সমর্থন জানিয়েছে বামফ্রন্ট প্রার্থীকে।

[আরও পড়ুন: শ্রীঘরেই স্থান আরাবুল ইসলামের, ভাঙড়কাণ্ডে জামিন খারিজ করল বারুইপুর আদালত][আরও পড়ুন: শ্রীঘরেই স্থান আরাবুল ইসলামের, ভাঙড়কাণ্ডে জামিন খারিজ করল বারুইপুর আদালত]

বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। কস্তুরীদেবী গত দুবারের বিধায়ক। এবার তাঁর জায়গায় তাঁর স্বামীকেই প্রার্থী করেছে তৃণমূল। আবার ২০১৬-র মতোই এই কেন্দ্রে বাম-কংগ্রেস জোট করেই লড়াইয়ে নেমেছে। ২০১৬-র পর এই প্রথম কোনও নির্বাচনে কংগ্রেস প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করেছে। ফলে এই কেন্দ্রের নির্বাচন এবার ত্রিমুখী।

English summary
Maheshtala By Election will be held on Monday. Central Force starts route-march surrounding Maheshtala of South 24 Pargana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X