For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির দাবি, পালিত মেয়ের জন্য টিকিট চাইলেন মহাশ্বেতা দেবী, অস্বীকার লেখিকার

Google Oneindia Bengali News

বিজেপির দাবি, পালিত মেয়ের জন্য টিকিট চাইলেন মহাশ্বেতা দেবী, অস্বীকার লেখিকার
কলকাতা, ১১ মার্চ : তৃণমূল কংগ্রেসে কথা রাখেনি। তাই আর দলে আস্থা নেই প্রবীন লেখিকা মহাশ্বেতা দেবী। এবার তৃণমূল ছেড়ে বিজেপির কাছেই গেলেন মহাশ্বেতা দেবী।

সোমবার অন্তত এমনটাই জানালেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি রাহুল সিনহা। তিনি বলেন, মহাশ্বেতা দেবীর পালিত কন্যাকে আলিপুরদুয়ার থেকে লোকসভা নির্বাচনের টিকিট দেবে বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ টিকিট দেওয়ার বেলায় কথা রাখেননি তিনি। সেই কারণেই মহাশ্বেতা দেবীর তরফে আমার কাছে ফোন আসে, তিনি জানতে চাইছিলেন যদি বিজেপি তাঁর পালিত কন্যাকে ওই আসন থেকে টিকিট দেয়।

তবে রাহুল সিনহা জানিয়েছেন, আগেই ওই আসনে প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ার কারণে এখন আর এবিষয়ে কিছু করা যাবে না।

এদিকে গোটা বিষয়ে অবাক হয়েছেন মহাশ্বেতা দেবী। মমতা ঘনিষ্ঠ মহাশ্বেতাদেবী বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমি এরকম কোনও ফোন ওকে করিনি। আমি জানি না রাহুল বাবু কেন এধরণের কথা বলছেন।

English summary
Mahasweta Devi Sought Ticket for Daughter, Says BJP, author denied
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X