For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জুনের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল বের করতে নির্দেশ

মাধ্যমিকের ফলের তারিখ নিয়ে উৎকণ্ঠার শেষ নেই ছাত্র-ছাত্রীদের। এরমধ্যে সিবিএস-ই তাদের দশম শ্রেণির ফল প্রকাশের দিন ঘোষণা করে দিয়েছে। আইসিএসই-র ফলও ঘোষণা হয়ে গিয়েছে।

Google Oneindia Bengali News

মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে নাটক অব্যাহত। রবিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে নানা গুজবও ছড়িয়ে পড়ে। সোমবার সকালে একাধিক সংবাদমাধ্যমেও দাবি করা হয় যে মঙ্গলবারই মাধ্যমিকের ফল বের হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীরাও এতে আশায় বুক বেঁধেছিল। কারণ, অন্যান্য বোর্ডের দশম শ্রেণির ফল ইতিমধ্যেই বের হয়ে গিয়েছে। এমনকী সিবিএসসি-ও তাদের দশম শ্রেণির ফল প্রকাশের দিন ঘোষণা করে দিয়েছে। দু'মাস হয়ে গিয়েছে মাধ্যমিক পরীক্ষার। কিন্তু এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে মাধ্যমিকের ফল ঘোষণার চূড়ান্ত দিন ঘোষণা করতে পারেনি।

মঙ্গলবার মাধ্যমিকের ফলপ্রকাশ, ওয়েবসাইট ও এমএমএস-ব্যবস্থায় জেনে নিন নিজেদের ফল

সোমবার বিকেলে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেও মাধ্যমিকের ফল নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়। মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশের খবরকে উড়িয়ে দেন তিনি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ও শিক্ষামন্ত্রীকে জানান মাধ্যমিকের ফল প্রকাশে এখনও দেরি আছে। এতে শিক্ষামন্ত্রী স্পষ্টতই নির্দেশ দেন যে মাধ্যমিকের ফল নিয়ে কোনওভাবেই আর দেরি করা যাবে না। যেনতেন প্রকারে জুনের প্রথম সপ্তাহেই ফল প্রকাশ করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এই মর্মে নির্দেশও দিয়ে দেন তিনি।

এখন পর্যন্ত যা খবর, মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে যে খবর চাউড় হয়েছিল তা ঠিক নয়। বরং মাধ্যমিকের ফল জুনের প্রথম সপ্তাহেই প্রকাশ হচ্ছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ৪ থেকে ৭ জুনের মধ্যে কোনও একটি তারিখে মাধ্যমিকের ফল ঘোষণা করা হতে পারে।

উল্লেখ্য, ২০১৮-র মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১২ থেকে ২১ মার্চ। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন।এবার মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় রেকর্ড সংখ্যক বেশি। ছাত্রীর সংখ্যা ৬ লক্ষ ২১ হাজার ৩৬৬ জন। এই সংখ্যা মোট পরীক্ষার্থীর ৫৬ শতাংশ। আর ছাত্রের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৫৫৫ জন। এই সংখ্যা মোট পরীক্ষার্থীর ৪৪ শতাংশ।

প্রতিবছরই মধ্যশিক্ষা পর্ষদের প্রধান সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন। এবারও তেমনই প্রথা চালু থাকছে। এখনও পর্যন্ত মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে অন্য কোনও পদ্ধতি অনুসরণ হবে এমন কোনও তথ্য নেই। প্রতিবারের মতো এবারও ছাত্র-ছাত্রীরা ফল প্রকাশের পর অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে ফলাফল জানতে পারবে। wbresults.nic.in wbbse.org- এই দুই ওয়েবসাইটের পেজে গিয়ে ফলাফলের লিঙ্ক ক্লিক করতে হবে। তারপর নিজের রোল নম্বর ও অন্য প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট স্থানে দিয়ে সাবমিট করলেই ফলাফল বেরিয়ে আসবে।

এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে রোল নম্বর লিখতে হবে। তারপর ৫৪২৪২ বা ৫৬২৬৩ কিংবা ৫৮৮৮৮ নম্বরে পাঠাতে হবে। তারপরই পাল্টা এসএমএসে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। সকলে ফল জানার এই দ্রুত পদক্ষেপগুলি জেনে রাখলে মাধ্যমিক ফল প্রকাশের দিনে তা কাজে লাগবে। কিন্তু, পুরো বিষয়টি এখন নির্ভর করছে মধ্যশিক্ষা পর্ষদের উপরে। শিক্ষামন্ত্রীর কড়া নির্দেশ পাওয়ার পর মাধ্যমিকের ফল ঘোষণার দিন চূড়ান্ত করতে মধ্যশিক্ষা পর্ষদ কতদিন সময় নেয় সেটাই এখন দেখার।

English summary
Education Minister directs WBBSE to publish the Madhyamik result by first week of June. Though the others board' result of class ten have already been published.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X