For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিকে সেরা হওয়ার রহস্য কী, মেধাতালিকায় স্থান পাওয়া পড়ুয়ারা কে কী বলছে

মাধ্যমিকের মেধা তালিকায় এবছর মোট ৬৮ জন রয়েছে। ছাত্রছাত্রীরা খুশির আবহে গা ভাসিয়ে মন খুলে নিজের সাফল্যের কথা সকলের কাছে জানিয়েছে। কৃতী পড়ুয়ারা কে কী বলছে, জেনে নিন তাদের প্রতিক্রিয়া।

  • |
Google Oneindia Bengali News

মাধ্যমিকের মেধা তালিকায় এবছর মোট ৬৮ জন রয়েছে। প্রথম দশে এতজন ছাত্রছাত্রীর স্থান পাওয়া নিঃসন্দেহে বড় ব্যাপার। এদিন মেধা তালিকার প্রকাশের পরই রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী ছাত্রদের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। সংবাদমাধ্যমে প্রথমবার মুখ দেখানো ছাত্রছাত্রীরা খুশির আবহে গা ভাসিয়ে মন খুলে নিজের সাফল্যের কথা সকলের কাছে জানিয়েছে। কৃতী পড়ুয়ারা কে কী বলছে, জেনে নিন তাদের প্রতিক্রিয়া।

মাধ্যমিকে সেরা হওয়ার রহস্য কী, মেধাবী পড়ুয়ারা কে কী বলছে

মোজাম্মেল হক (দ্বিতীয় স্থান)

খুব ভালো লাগছে। উচ্চমাধ্যমিক পাশ করার পরে মেডিক্যাল পড়ব। পড়াশোনা শুরু করে দিয়েছি। মাধ্যমিকের পর ছুটিতে চুটিয়ে ঘুরেছি। অনেক আত্মীয়র বাড়িতে গিয়েছি। পাঠ্যবই দেখে প্রস্তুতি নিয়েছি। সেটাই শেষপর্যন্ত চালিয়ে গিয়েছি। আমার সাফল্যে স্কুলের শিক্ষকদের অবদান অনেক। ভালো ফলাফল করতে গেলে পাঠ্যপুস্তক ভালো করে পড়তে হবে। জীবনবিজ্ঞান আমার পছন্দের বিষয়।

দীপ্তেশ পাল (তৃতীয় স্থানাধিকারী)

রাতে বেশি করে পড়তাম। ক্রিকেট খেলতে খুব ভালোবাসি। তবে একবছর সময় পাইনি। অঙ্ক আমার পছন্দের বিষয়।

স্নেহাশিস করগুপ্ত (ষষ্ঠ স্থানাধিকারী)

৬৮৫ নম্বর পাব কোনওদিন ভাবিনি। ৬৭৫ নম্বরের মতো আশা করেছিলাম। আমার সাফল্যে মা-বাবা, শিক্ষকের অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে আইআইটিতে পড়তে চাই। টেস্টের পর বেশি করে পড়াশোনা করেছি। বিনোদন বলতে কার্টুন আমার খুব পছন্দের।

English summary
Madhyamik Results 2017 : Reactions of successful students
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X