For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিকের ফল প্রকাশ এই সপ্তাহেই! ৫ মাস পর রাজ্য সরকার দিল বিশেষ নির্দেশিকা

মাধ্যমিকের পর কেটে গিয়েছে প্রায় ৫ মাস। এখনও ফল প্রকাস হল না। করোনার প্রকোপের জন্য মে মাসে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

Google Oneindia Bengali News

মাধ্যমিকের পর কেটে গিয়েছে প্রায় ৫ মাস। এখনও ফল প্রকাস হল না। করোনার প্রকোপের জন্য মে মাসে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। তবে মধ্যশিক্ষা পর্যদের তরফে জানানো হয়েছে এই সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। রাজ্য সরকারের তরফে এই বার্তা দেওয়ার পর জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ নির্দিষ্ট দিনক্ষণ জানাবে।

মাধ্যমিকের ফল প্রকাশ এই সপ্তাহেই! রাজ্য দিল বিশেষ নির্দেশিকা

ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল এই বছরের মাধ্যমিক। করোনার কারণে মে মাসে না হয়ে জুলাইয়ে প্রকাশিত হতে চলেছে ফল। এ বছর ১০ লক্ষেরও বেশি মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তারপরই করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। ফলে মাধ্যমিকের ফল প্রকাশ হওয়া নিয়ে ধন্দ তৈরি হয়। সমস্য় সঙ্কট কাটিয়ে তা প্রকাশ হতে চলেছে অবশেষে।

এই মর্মে রাজ্য সরকার জানিয়েছে, স্কুল স্যানিটাইজ করতে হবে। তা না হলে মার্কশিট পাঠানো হবে না। ফলে ফলপ্রকাশের দিন মিলবে না মার্কশিট। কে কত নম্বর পেয়েছে, তা ওয়েবসাইট ও এমএমএসের মাধ্যমে জানা যাবে শুধু। তারপর অভিভাবকদের ডেকে মার্কশিট দেওয়া হবে স্কুলে।

English summary
Madhyamik Examination result will be published on running week. State government informs that and gives guidelines.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X