For Quick Alerts
For Daily Alerts
মাধ্যমিকের ফল দেখতে পাবেন ওয়েবসাইটে, মার্কশিট পেতে অপেক্ষা আরও সাতদিনের
মাধ্যমিকের ফল প্রকাশ পেলেও হাতে মার্কশিট পেতে এখনও সাতদিন অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ২২ জুলাই মার্কিশিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। তবে ওয়েবসাইয়ে পূর্ণাঙ্গ ফলই দেখবে পাবে ছাত্রছাত্রীরা। মেধাতালিকাও প্রকাশ হবে বলে জানিয়েছেন পর্যদ সভাপতি।
{photo-feature}
মেধা তালিকায় প্রথম দশে ৮৪ জন, কোন জেলার কারা স্থান পেলেন তালিকায় একনজরে