মাধ্যমিকের মেধা তালিকাতেও জেলায় জয়জয়কার, প্রথম হলেন মেমারির অরিত্র পাল
২০২০-র মাধ্যমিকেও কলকাতাতে হারিয়ে জেলার জয়জয়কার হল। পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। আর মেধা তালিকায় সবার উপরে নাম বর্ধমানের মেমারির অরিত্র পালের। পাশের হারে কলকাতা তৃতীয় স্থান অধিকার করলেও মেধা তালিকায় প্রথম দশে ঠাঁই মিলল না কলকাতার কোনও পড়ুয়ার। সাকুল্যে এগিয়ে জেলাই।

সাফল্যে এগিয়ে জেলা
মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবথেকে বেশি ৯৬.৫৯ শতাংশ। তারপরে দুই স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। অর্থাৎ দুই মেদিনীপুরের পরে রয়েছে কলকাতা। গোটা রাজ্যে মাধ্যমিকে সাফল্যের হার ৮৬.৩৪ শতাংশ।

প্রথম চারে যাঁরা
মাধ্যমিকে এবার প্রথম হয়েছে অরিত্র পাল। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল হাইস্কুলের ছাত্র সে। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। দ্বিতীয় হয়েছে দুজন। একজন বাঁকুড়ার সায়ন্তন গড়াই, দ্বিতীয় জন পূর্ব বর্ধমানের অভীক দাস। তৃতীয় হয়েছেন তিনজন। সৌম পাঠক, দেবস্মিতা মহাপাত্র, অরিত্র মাইতি। চতুর্থ হয়েছে বীরভূমের অগ্নিভ পাঠক। দেবস্মিতা মেয়েদের মধ্যে প্রথম। তার প্রাপ্ত নম্ব ৬৯০। প্রথম দশে স্থান ৮৪ জনের।

সর্বকালীন রেকর্ড এবার
মাধ্যমিকে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। তার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। এই পাসের হার ৮৬.৩৪ শতাংশ। মাধ্যমিকে পাসের হারে এবার সর্বকালীন রেকর্ড হল। গতবারের রেকর্ড ভেঙে সর্বকালীন রেকর্ড তৈরি হল এবার।

কোনও অসমাপ্ত রেজাল্ট নেই
পর্ষদ সভাপতি জানিয়েছেন, কোনও অসমাপ্ত রেজাল্ট নেই। মোট ৫৮ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪ লক্ষ ৯২ হাজার ৩৯৮ জন। আর ছাত্রী ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬৮ জন। মোট ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ পরীক্ষার্থীর ফল প্রকাশ হল এদিন। ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ হল।

ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফল
বুধবার মাধ্যমিকের ফল প্রকাশ হলেও হাতে মার্কশিট পেতে এখনও সাতদিন অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন ২২ জুলাই মার্কিশিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। তবে ওয়েবসাইটে পূর্ণাঙ্গ ফলই দেখবে পাবে ছাত্রছাত্রীরা।

মেধা তালিকায় প্রথম দশে ৮৪ জন, কোন জেলার কারা স্থান পেলেন তালিকায় একনজরে