For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিক ২০১৯ ফলাফল : মেধাবীদের নিয়ে বাংলার বিভিন্ন জেলায় উচ্ছ্বাস , দেখুন ভিডিও

মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের কৃতীদের শুভেচ্ছা জানাতে ভিড় উপচে পড়ছে তাদের বাড়িতে। জেলা থেকে বাংলার গর্ব হয়ে ওঠা এই কৃতীদের নিয়ে রাজ্যের কোণে কোণে শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস, আনন্দে পালা।

Google Oneindia Bengali News

মাধ্যমিকের ফল প্রকাশের পর রাজ্যের কৃতীদের শুভেচ্ছা জানাতে ভিড় উপচে পড়ছে তাদের বাড়িতে। জেলা থেকে বাংলার গর্ব হয়ে ওঠা এই কৃতীদের নিয়ে রাজ্যের কোণে কোণে শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাস, আনন্দে পালা। একনজরে দেখে নেওয়া যাক, কৃতীদের ঘিরে কীভাবে জমে উঠেছে উৎসবের মেজাজ।

ব্রতীনের প্রতিক্রিয়া

'আশা আমি কিছুই করিনি, আশার থেকে বেশি পেলে ভালো লাগবে ভেবেই..'। এভাবেই মাধ্যমিকে তৃতীয়স্থানাধিকারী নদিয়ার ব্রতীন মন্ডল নিজের প্রতিক্রিয়া জানায়।

দেবমাল্যর আদর্শ তার বাবা

নিজের যাবতীয় কৃতিত্বের বেশির ভাগটাই বাবাকে দিতে চাইছে বাংলায় দশম স্থানাধিকারী দেবমাল্য সাহা। রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র দেবমাল্যকে ঘিরেও বন্ধুদের মধ্যে উচ্ছ্বাস চরমে।

অরুণিমা ত্রিপাঠী

অরুণিমা ত্রিপাঠী

পূর্ব মেদিনীপুরের অরুনিমা ত্রিপাঠী এবারের মাধ্যমিকে দখল করেছে নবম স্থান। তাঁকে ঘিরেও উচ্ছ্বাস কম নেই।

রুমানা সুলতানা

পঞ্চম স্থান অধিকার করেছে রুমানা সুলতানা। আর শুভেচ্ছাবার্তার ফোন নিয়ে আপাতত ব্য়স্ত কান্দির এই কৃতী ছাত্রী।

[আরও পড়ুন: ইভিএম-এর নতুন দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধী ২১টি দল][আরও পড়ুন: ইভিএম-এর নতুন দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিরোধী ২১টি দল]

অঙ্কিতা কুন্ডু

অঙ্কিতা কুন্ডু মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে। তাকে নিয়েও সকাল থেকে স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস রয়েছে চরমে।

[আরও পড়ুন: মাধ্যমিকে ২০১৯-এ কলকাতাকে পিছনে ফেলে ফের জেলার জয়জয়কার! মেধা তালিকা একনজরে][আরও পড়ুন: মাধ্যমিকে ২০১৯-এ কলকাতাকে পিছনে ফেলে ফের জেলার জয়জয়কার! মেধা তালিকা একনজরে]

[আরও পড়ুন:মাধ্যমিক ২০১৯: প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস , প্রাপ্ত নম্বর ৬৯৪][আরও পড়ুন:মাধ্যমিক ২০১৯: প্রথম পূর্ব মেদিনীপুরের সৌগত দাস , প্রাপ্ত নম্বর ৬৯৪]

English summary
Madhyamik 2019, here is the meritorious student's reaction.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X