For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাধ্যমিকে পাশের হার ৮২.৬৬ শতাংশ, প্রথম হলেন বাঁকুড়ার সুরজিৎ লোহার

Google Oneindia Bengali News

কলকাতা, ২২ মে : আজ মাধ্যমিকের ফলপ্রকাশ হল। পরীক্ষার ৭৯ দিনের মাথায় ফলপ্রকাশ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবছর পাশের হার ৮২.৬৬ শতাংশ। ৭০০ নম্বরের মধ্যে ৬৮৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বাঁকুড়ার এজলাসপুরের সুরজিৎ লোহার। পাণ্ডুয়া রাধারানি গার্লস হাই স্কুলের দেবলী সরকার মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন।

কলকাতাকে পিছনে ফেলে মাধ্যমিকে পূর্ব মেদনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। সাফল্যের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথা কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ফল হয়েছে রাজ্যের ৫ সংশোধনাগারে। এই ৫ সংশোধনাগারে পাশের হার ১০০ শতাংশ। http://www.calcuttatelephones.com/ ওয়েবসাইটে ক্লিক করেও জানতে পারেন মাধ্যমিকের ফল।

মাধ্যমিকে পাশের হার ৮২.৬৬ শতাংশ, প্রথম হলেন বাঁকুড়ার সুরজিৎ লোহার

মাধ্যমিকের মেধা তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলির অর্চিষ্মান পানীগ্রাহী। তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৩। তৃতীয় হয়েছেন বালুরঘাটের শুভায়ন তালুকদার। শুভায়নের প্রাপ্ত নম্বর ৬৮২। মেয়েদের মধ্যে প্রথম হওয়া হুগলীর দেবলী সরকারের প্রাপ্ত নম্বর ৬৭৮। তিনি মেধা তালিকায় রয়েছেন ষষ্ঠ স্থানে। এবছর মাধ্যমিকের মেধা তালিকার প্রথম ১০ স্থানে রয়েছেন ৪৭ জন ছাত্রছাত্রী।

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,২৭,৬৯০ জন। তবে উল্লেখযোগ্য এবছর ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা বেশি। এবছর ছাত্রের সংখ্যা যেখানে ৪,৭৫,৮৩০ জন, সেখানে ছাত্রীর সংখ্যা ৫,৫১,৮৬০ জন।

সকাল ১০ টা থেকে বিলি করা হবে মার্কশিট।

English summary
Click here for Madhyamik Results 2015
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X