For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদন গ্রেফতার হবে এ মাসে, ভোটের ছ'মাস আগে মুকুল, দাবি আসিফের

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

কক
কলকাতা, ৪ ডিসেম্বর: সারদা-কাণ্ডে ডিসেম্বর মাসেই মদন মিত্র গ্রেফতার হবে। আর ভোটের ছ'মাস আগে মুকুল রায়। এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হেভিওয়েট আসিফ খান। বারাসত আদালতে ঢোকার মুখে এ কথা বলেছেন তিনি।

পুলিশি পাহারা সত্ত্বেও সাংবাদিকদের সঙ্গে কয়েক মুহূর্ত কথা বলতে সক্ষম হন মুকুল রায়ের একদা ছায়াসঙ্গী আসিফ খান। গ্রেফতার হওয়ার পর ২৭ দিন কেটে গেলেও মুখে সেই অমলিন হাসি। মুচকি হেসে বলেন, "এই মাসেই মদন মিত্রকে গ্রেফতার করা হবে। আর ভোটের ঠিক ছ'মাস আগে মুকুল রায়।" কিন্তু কীভাবে আপনি এ কথা জানলেন? তাঁর জবাব, "আমার কথা মিলিয়ে নেবেন।" তবে 'ভোট' বলতে তিনি মে মাসের পুরভোটের কথা বলছেন নাকি ২০১৬ সালের বিধানসভা নির্বাচন, তা পরিষ্কার হয়নি।

পুলিশ তাঁকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করতেই তিনি আবার বলেন, "আমার কাছে অনেক খবর আছে। যথা সময়ে সব ফাঁস করব।" রাজনীতিবিদ, আমলা, পুলিশ, খেলোয়াড় সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ১২২ জন সারদা গোষ্ঠীর কাছ থেকে অবৈধ সুবিধা নিয়েছেন বলে দাবি করেছেন আসিফ খান।

এদিকে, রাজ্য সরকারের আর এক গলার কাঁটা কুণাল ঘোষ জেলে নতুন করে বিভ্রাট বাধিয়েছেন বলে খবর। তিনি কিছুদিন যাবৎ অসুস্থ থাকায় গতকাল একদল ডাক্তারকে পাঠিয়েছিল কারা কর্তৃপক্ষ। কিন্তু কুণালবাবু তাঁদের মুখের ওপর বলে দেন, "আপনারা তো সরকারি ডাক্তার। মুখ্যমন্ত্রীর চাকর। উল্টোপাল্টা রিপোর্ট দেবেন। আপনাদের আমি দেখাব না।" অনেক বোঝানো হলেও তিনি শোনেননি। হাল ছেড়ে শেষ পর্যন্ত পিঠটান দেন ওই সরকারি ডাক্তাররা।

English summary
Madan will be arrested in this month, says Asif Khan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X