For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'থ্রেট করছি না, রাস্তায় সাবধানে চলাফেরা করবেন', নন্দকুমারের বাম-বিজেপি জয়ের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি মদনের

'থ্রেট করছি না, রাস্তায় সাবধানে চলাফেরা করবেন', নন্দকুমারের বাম-বিজেপি জয়ের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি মদনের

Google Oneindia Bengali News

বাম বিজেপিকে হুঁশিয়ারি মদন মিত্রের। নন্দকুমার সমবায় নির্বাচনে বাম-বিজেপির জয়ের পরেই ফের বাম-বিজেপি জোটের গুঞ্জন শুরু হয়েছে। এই নিয়ে বেলঘরিয়ার একটি সভায় রীতিমত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে তৃণমূল বিধায়কের কণ্ঠে। বেলঘরিয়ায় একটি সভায় মদন মিত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'এখানে নন্দকুমার ঘটানোর চেষ্টা চলছে। কাউকে থ্রেট করছি না, তবে রাস্তায় সাবধানে হাঁটা-চলা করবেন। রাস্তায় অনেক খানা-খন্দ-বাম্পার রয়েছে। কখন কোথায় টপকে যাবেন।'

মদনের হুশিয়ারি

মদনের হুশিয়ারি

ফের হুঁশিয়ারি মদন মিত্রের মুখে। বেলঘরিয়ায় তাঁর একটি সভার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে বাম-বিজেপিকে এক যোগে আক্রমণ শানিয়েছেন মদন মিত্র। বেলঘরিয়ার সভা থেকে নন্দকুমারের সমবায় নির্বাচনের প্রসঙ্গ টেনে এনে মদন মিত্র বলেছেন,' অনেকেই এখানে নন্দকুমার ঘটানোর ঘোঁট পাকাচ্ছেন। কাউকে থ্রেট করছি না, তবে রাস্তায় সাবধানে হাঁটা-চলা করবেন। রাস্তায় অনেক খানা-খন্দ-বাম্পার রয়েছে। কখন কোথায় টপকে যাবেন।'

নন্দকুমারে সমবায় নির্বাচনে জয়

নন্দকুমারে সমবায় নির্বাচনে জয়

নন্দকুমারে সমবায় নির্বাচনে জয়ী হয়েছেন বাম-বিজেপি। তার পর থেকেই নতুন করে বাম বিজেপি জোটের জল্পনা বেড়েছে। কয়েকদিন আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেছিলেন, তৃণমূল কংগ্রেসকে হারাতে সকলে হাত মিলিয়ে লড়াইয়ে নামতে চায় বিজেপি। তাতে যে ইঙ্গিত বামেদের দিকে ছিল তাতে কোনও সন্দেহ নেই। বাম নেতা সুজন চক্রবর্তীও বলেছিলেন তৃণমূল কংগ্রেসকে হারাতে মরিয়া তারা। তারপরেই আরও জল্পনা শুরু হয়ে গিয়েছে বাম-বিজেপি জোট বেঁধে ময়দানে নামছে।

জোটের দাবি অস্বীকার

জোটের দাবি অস্বীকার

বিজেপির সঙ্গে সিপিএম জোট করবে তা মানতে নারাজ বাম নেতারা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, এটা নিয়ে জল্পনা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেসই। নন্দকুমারের জয় বাম-বিজেপি জোট বেধে আনেনি। একাবারেই তৃণমূলের বিরুদ্ধে রায় দিয়েছেন মানুষ। এর মধ্যে জোটের কোনও বিষয় নেই। এরা একেবারেই কষ্ট কল্পনা করছে বলে অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী।

নিশানা বিজেপির

নিশানা বিজেপির

গত কয়েকটি সভায় সরাসরি সিপিএমকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন সিপিএমের মদতেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক কাজ করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি নিয়ে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে একাধিকবার নিশানা করেছেন তিনি। যেখানে রাজ্যে প্রায় অস্তিত্বহীন হয়ে পড়েছিল বামেরা। সেখানে মুখ্যমন্ত্রীর মুখে ফের সিপিএমের নাম উঠে আসায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে। বিজেপিও এই নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছে টিএমসিকে।

গ্রামীণ বাংলায় নীরবে বাড়ছে সিপিএম! তৃণমূলে দুর্নীতিতে বাম-উত্থানে চাপে পদ্মশিবিরওগ্রামীণ বাংলায় নীরবে বাড়ছে সিপিএম! তৃণমূলে দুর্নীতিতে বাম-উত্থানে চাপে পদ্মশিবিরও

English summary
Madan Mitra warn CPM-BJP over NandaKumar win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X