For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি 'লেডি কিলার'! মা আসছেন ত্রিশূল নিয়ে, মমতাকে আক্রমণ নিয়ে সায়ন্তনকে নিশানা মদনের

বিজেপি 'লেডি কিলার'! মা আসছেন ত্রিশূল নিয়ে, মমতাকে আক্রমণ নিয়ে সায়ন্তনকে নিশানা মদনের

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) নাম না করে, তাঁকে এদিন লেডি তালিবান (lady taliban) বলে কটাক্ষ করেছিলেন বিজেপি (bjp) নেতা সায়ন্তন বসু (sayantan basu)। যা নিয়ে এদিন বিজেপিকে লেডি কিলার বলে কটাক্ষ করেছেন মদন মিত্র (madan mitra)। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এধরনের কথা বললে, তৃণমূলও (trinamool congress) ছেড়ে কথা বলবে না।

দাঁতনে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের সমালোচনা

দাঁতনে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের সমালোচনা

এদিন বিজেপি নেতা সায়ন্তন বসু সল্টলেকের বিডি মার্কেটে বিজেপির মহিলা মোর্চা আয়োজিত রাখি বন্ধন উৎসবে হাজির হয়েছিলেন। সেখানে দলের মহিলা নেত্রী-কর্মী-সমর্থকরা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর হাতে রাখি পরিয়ে দেন। তালিবানদের নিয়ে প্রশ্ন করা হলে সায়ন্তন বসু দাঁতনে বিজেপি নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের সর্বত্র এই ঘটনা চলছে। তিনি কটাক্ষ করে বলেন, তালিবান শাসনে আফগানিস্তানে যা যা চলছে, তা এই রাজ্যেও ঘটছে।

 নাম না করে মমতাকে আক্রমণ

নাম না করে মমতাকে আক্রমণ

এরপরেই সায়ন্তন বসু নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তিনি বলেন, যদি লেডি তালিবান দেখতে চান, তাহলে পশ্চিমবঙ্গে আসতে হবে। সেখানে টিকিট কাটারও দরকার নেই। কালীঘাটে গেলেই দেখতে পাবেন। তিনি বলেন, কালীঘাটে যে লেডি তালিবান থাকেন, তাঁকে উদ্দেশ্য করেই তিনি এই কথা বলছেন। তিনি বলেন রাখিবন্ধন উৎসবে সবাই একসঙ্গে থাকুন। বাংলায় যে তালিবানি প্রথা চলছে, তা সমাপ্ত হোক।

পশ্চিমবঙ্গে বিভাজন নয়

পশ্চিমবঙ্গে বিভাজন নয়

শনিবার দিলীপ ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে পাশে নিয়ে রাজ্য ভাগের দাবিকে কার্যত সমর্থন করলেও, এদিন সায়ন্তন বসু বলেন পশ্চিমবঙ্গে কোনও বিভাজন নয়। তবে একইসঙ্গে তিনি বলেন. আলাদা রাষ্ট্রের দাবি সবসম. অবৈধ হলেও, আলাদা রাজ্যের দাবি অবৈধ নয়। উদাহরণ হিসেবে তিনি বলেন বিহারের মধ্যে থেকে ঝাড়খণ্ড তৈরি হয়েছিল। তবে এব্যাপারে পশ্চিমবঙ্গ বিভাজনের ব্যাপারে নিজের অবস্থান তিনি স্পষ্ট করে দেন। তিনি বলেন, রাজ্য বিজেপিও কোনও বিভাজন চায় না। তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা উল্লেখ করেন। বলেন তিনি (শ্যামাপ্রসাদ) জিওগ্রাফি বাউন্ডারি তৈরি করে দিয়ে গিয়েছিলেন।

বিজেপি নেতারা লেডি কিলার

বিজেপি নেতারা লেডি কিলার

সায়ন্তন বসুর মন্তব্যের সমালোচনা করতে গিয়ে মদন মিত্র এদিন ভোটের সময় দিলীপ ঘোষের বারমুডা প্রসঙ্গও তুলে আনেন। তিনি কটাক্ষ করে বলেন, ওদের সবসময় নজর লেডির দিকে। বিজেপি নেতারা হয় লেডি কিলার, বলেন তিনি। তিনি আরও বলেন, বেশি লেডি লেডি করলে, মা ত্রিশূল নিয়ে আসছেন। ফলে বিজেপি নেতারা সাবধান।

পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি

পার্থ চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি

এব্যাপারে পার্থ চট্টোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের কথা বললে তৃণমূলও ছেড়ে কথা বলবে না।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Madan Mitra targets Sayantan Basu for his comments on Mamata Banerjee comparing lady taliban
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X