'নিজের হাতের পাঞ্জা কেটে নেব, তৃণমূলের পতাকা ধরব না', মমতাকে নিয়ে নিজেকে কোন চ্যালেঞ্জে ফেললেন মদন মিত্র
রাজ্যরাজনীতিতে নীলবাড়ি দখলের রুদ্ধশ্বাস স্লগ ওভার কার্যত শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই নন্দীগ্রামের বুক থেকে জানিয়ে দেন যে তিনি নন্দীগ্রাম থেকে লড়তে চাইছেন। এরপর থেকেই তুঙ্গে রাজ্যের রাজনৈতিক আঙিনা। এবার সেখানে মদন মিত্র দিয়ে দিলেন বড় বার্তা।

ফিল্মি ডায়লগে মদনের বার্তা
'দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, বাঙ্গাল মাঙ্গো গে তো চির দেঙ্গে', হাওড়ার আন্দুলে তৃণমূলের সভায় যোগ দিয়ে বলিউডি ফিল্মের সংলাপের ধাঁচে বার্তা দেন মদন মিত্র। মুহূর্তে করতালিতে ভরে যায় সভা। এর আগে এই সংলাপ কিছু শব্দের অদলবদলে এক বলিউড ফিল্মে সানি দেওলের মুখে শোনা যায়। যে সানি দেওল বর্তমানে বিজেপি সাংসদ। আর সেই জনপ্রিয় সংলাপ ছিল, 'দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গো গে তো চির দেঙ্গে'।

হাওড়ায় এসে রাজীব নিয়ে মদনের বার্তা
হাওড়ার জেলা কো অর্ডিনেটর রাজীব বন্দ্যোপাধ্যায় একাধিত কারণে তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে শুরু করেছেন। তাঁর সাম্প্রতিক ফেসবুক লাইভ, ও গত মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিতি নিয়ে নানা কথা উঠছে। এমন এক পরস্থিতিতে মদন মিত্র হাওড়ার সভায় এসে, দেলা তৃণমূল নেতা রাজীব প্রসঙ্গে বলেন,
' রাজীব বুদ্ধিমান ছেলে। ও ভ্রান্ত পথে পা দেবে না। যতক্ষণ ও তৃণমূলে আছে ততক্ষণ,আমরা ভাইয়ের মতো থাকব'।

মমতাকে নিয়ে নিজেকে চ্যালেঞ্জ দিলেন মদন!
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীপদ নিয়ে আন্দুলের জনসভা থেকে মদন মিত্র বলেন, ' নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে না পারলে নিজের হাতের পাঞ্জা কেটে নেব। তৃণমূলের পতাকা ধরব না।'

শুভেন্দুকে তোপ মদনের
শুভেন্দু সম্পর্কে গত কয়েকটি পর পর সভায় ক্ষোভ উগড়ে দেন মদন মিত্র। আর এদিন হাওড়ার বুক থেকে তিনি একই মেজাজ ধরে রাখেন। প্রসঙ্গত, শুভেন্দু গতকালই দবি করেন নন্দীগ্রাম থেকে ৫০ হাজার ভোটে মমতাকে হারাবে বিজেপি। এদিকে, তার প্রেক্ষিতে শুভেন্দুকে তোপ দেগে মদন বলেন, ' শুভেন্দু যত কম বলবে ততই ভাল। না হলে নন্দীগ্রামে তৃণমূলের সভায় ভিড় আরও বাড়বে।'

মমতাকে 'প্রাক্তন’ বানিয়ে দিলেন শুভেন্দু, নিজেকে নন্দীগ্রামে প্রার্থী করার পরই পাল্টা