For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমি চৌরাস্তার মাঝখানে দাঁড়িয়ে,সবরাস্তাই খোলা আছে.. ', দলবদলের ডামাডোলে কোন বার্তা মদনের

সিবিআই তদন্তে যখন তাঁর নামবার বার উঠে এসেছে, তখন থেকে শুরু করে ২২ মাস শ্রীঘরে থাকবার পরেও মদন মিত্র বার বার বলে এসেছেন, তিনি একজন মানুষকেই 'নেত্রী' হিসাবে মনে করেন, আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই তদন্তে যখন তাঁর নামবার বার উঠে এসেছে, তখন থেকে শুরু করে ২২ মাস শ্রীঘরে থাকবার পরেও মদন মিত্র বার বার বলে এসেছেন, তিনি একজন মানুষকেই 'নেত্রী' হিসাবে মনে করেন, আর তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাটপাড়া বিধানসভা উপ নির্বাচনেও একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় টিকিট দেওয়ার জন্য কুর্ণিশ জানান মদন মিত্র। তবে এবার নাম না করে 'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' এর প্রসঙ্গ তুলে দলীয় নেত্রীকেই কি কটাক্ষ করতে শুরু করলেন মদন মিত্র! প্রশ্ন রয়ে যাচ্ছে সমস্ত মহলেই। শনিবার মদন মিত্রের ফেসবুক লাইভ ঘিরে উঠে আসছে এমনই একাধিক প্রশ্ন।

'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' ও মদন মিত্র !

'অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' ও মদন মিত্র !

মদন মিত্র শনিবারের ফেসবুক লাইভে বার বার অনুযোগের সুরে, একের পর এক মন্তব্য করেছেন। তার মধ্যে অন্যতম ছিল 'অ্য়ালিস ইন ওয়ান্ডারল্যান্ড' এর প্রসঙ্গ। তিনি লাইভের শুরুতেই দাবি করেন, 'শিক্ষিত মানুষরা এই বিষয়টি জানবেন..'। এরপর তিনি বলেন, ' অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড.. সেই ছোট্ট বাচ্ছা মেয়েটি রাত্রে ঘুমের মধ্যে পথ হারিয়েছিল। আর তার সঙ্গে একটা ওয়াইজ ক্যাট ছিল। এখন আমরা অনেক ওয়াইজ মানুষের পরামর্শ নিচ্ছি।.. আমার কাছে কোনও ওয়াইজ ক্যাট নেই..।' ওয়াকিবহাল মহলের প্রশ্ন, মদন মিত্রের বক্তব্যের 'অ্যালিস' মমতা বন্দ্যোপাধ্যায় নন তো! আর 'ওয়াইজ ক্যাট' প্রশান্ত কিশোর নাকি দলীয় কোনও নেতা, তা নিয়েও রয়েছে জল্পনা।

 'সব রাস্তা খোলা'

'সব রাস্তা খোলা'

একের পর এক তৃণমূল নেতা ক্রমাগত বিজেপি শিবিরের দিকে এগিয়ে যাচ্ছেন বলে শুনতে পাওয়া যাচ্ছে। বাস্তবের মাটিতে তৃণমূলের দখলে থাকা পুরসভা থেকে পঞ্চায়েতে থাবা বসাচ্ছে বিজেপি। এমন পরিস্থিতিতে ফেসবুক লাইভে মদন মিত্রের দাবি, 'আমি চৌরাস্তায় দাঁড়িয়ে আছি..আমার সামনে সমস্ত রাস্তা খোলা ।' তবে পাশাপাশি, মদন মিত্র নিজের পুরনো অবস্থান ধরে রেখে সাফ জানান, তৃণমূল ছেড়ে যাওয়ার কোনও ইচ্ছে তাঁর নেই। আর তিনি তৃণমূল ছাড়ার কথা ভাবছেনও না।

আমি 'অ্যালিস' নই, আমি মদন মিত্র!

আমি 'অ্যালিস' নই, আমি মদন মিত্র!

মদন মিত্র এদিন দাবি করেন, '.. কিন্তু আমি তো অ্যালিস নই.. আমি মদন মিত্র।' এরপরই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তৃণমূলের পোড় খাওয়া নেতার দাবি, 'সলাম কামারহাটি..এখনও মনে করা হচ্ছে কামারহাটিতে মদন মিত্র অবাঞ্ছিত। আমি চাই এটা নির্ধারণ হোক। কে কোথায় জনপ্রিয় তা নির্ধারণ করা হোক।' এর পাশাপাশি, ভাটপাড়ায় তাঁর প্রার্থীপদ নিয়ে অনুযোগের সুরে মদন মিত্র বলেন, তিনি নিজের কামারহাটি এলাকার অনেক দূরে ভাটপাড়ার টিকিট পেয়েছিলেন, যেখানে তৃণমূলের অন্যান্য নেতারা 'নিজের এলাকায়' ভোটের লড়াইয়ের টিকিট পেয়েছেন বলে দাবি মদন মিত্রের।

[আরও পড়ুন:'সিবিআইকাণ্ডে আমায় বলির পাঁঠা বানানো হয়', তৃণমূলের সৌগত থেকে ফিরহাদের নাম তুলে বিস্ফোরক মদন][আরও পড়ুন:'সিবিআইকাণ্ডে আমায় বলির পাঁঠা বানানো হয়', তৃণমূলের সৌগত থেকে ফিরহাদের নাম তুলে বিস্ফোরক মদন]

English summary
Madan Mitra says Every possible way is open for him, targets Trinamool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X