For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ময়দানে মদন মিত্র, ওলা উবরকে দিলেন চরম হুঁশিয়ারি

ওলা উবরের ক্যআব পরিষেবার সঙ্গে যুক্ত চালক ও গাড়ির মালিকদের কর্মবিরতি অব্যাহত। ২ দিন ধরে শহরের অন্তত ২৫ হাজার, ওলা- উবর গাড়ি যাত্রী পরিষেবার কাজ করছে না।

  • |
Google Oneindia Bengali News

ওলা উবরের ক্যআব পরিষেবার সঙ্গে যুক্ত চালক ও গাড়ির মালিকদের কর্মবিরতি অব্যাহত। ২ দিন ধরে শহরের অন্তত ২৫ হাজার, ওলা- উবর গাড়ি যাত্রী পরিষেবার কাজ করছে না। যার জেরে শহর জুড়ে অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবায় অচলাবস্থা তৈরি হয়েছে। বৃহস্পতিবার এই নিয়ে ইএমবাইপাসে কসবার পরিবাহণ দফতের এক বৈঠক ডাকা হয়। এই বৈঠকে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্যাব পরিষেবার গাড়ির মালিকদের পক্ষ থেকে মদন মিত্র উপস্থিত ছিলেন। বৈঠকে ওলা কর্তৃপক্ষ যোগ দিলেও, উবলরের কোনও প্রতিনিধি ছিলেন না। ফলে বৈঠক ভেস্তে যায়।

ফের ময়দানে মদন মিত্র, ওলা উবরকে দিলেন চরম হুঁশিয়ারি

বৈঠক থেকে বেরিয়ে মদন মিত্র ওলা ও উবরের বিরুদ্ধে রীতিমত হুঁশিয়ারি দেন। অভিযোগ করেন , ওলা ও উবর কলকাতা জুড়ে দাদাগিরি চালাচ্ছে। অবিলম্বে অচলাবস্থা মেটাতে তারা উদ্য়োগী না হলে, তাদের বিরুদ্ধে চরম আন্দোলন শুরু হবে। মদন মিত্র আরো জানান, ওলা ও উবর গাড়ির মালিকদের কিলোমিটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা দেয়। অথচ , পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ওলা ও উবরের কিলোমিটার প্রতি ভাড়া ১৮ .৭৫ টাকা করেছেন। ওলা ও উবর গাড়ির মালিকদের এত কম অর্থ দিচ্ছে যে তারা দিনে ২০০ টাকার বেশি আয় করতে পাচ্ছেন না। ফলে সংসার চালানো তো দূর অস্ত গাড়ির ইএমআই দেওয়া যাচ্ছে না। এমনকি ওলা ,উবর যখন তখন চালকদের আইডি ব্লক করে দিচ্ছে, স্ববাবতই মালিকরা এতে অসহায় বোঝ করছেন। গাডি়র ইএমআই দিতে না পারায় ব্যাঙ্ক কর্তৃপক্ষ গাড়ি সিজ করে নিচ্ছে। এই মুহূর্তে ৪০ হাজার মানুষ ওলা এবং উবর এর সঙ্গে যুক্ত। নিজেদের লাভের কড়ি আয় করতে গিয়ে
এক সংখ্যক মানুষকে পথে বসানোর কোনও অধিকার ওলা ও উবরের নেই।

প্রাক্তন পরিবাহন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন ৩ জানুয়ারি মিলন মেলায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ফের বৈঠক ডেকেছেন। সেখানে ওলা ও উবরকে হাজির থাকতে বলা হয়েছে। সেকানে এই অ্য়াপ ক্যাবের সংস্থার প্রতিনিধিরা উপস্থিত না থাকলে চরম আন্দোলন শুরু হবে।

এদিকে, এদিন বৈঠক নিষ্ফলা হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন অ্যাপ ক্যাবের চালক ও মালিকরা। রুবি -আএম বাইপাল মোড়ে পরিহবন দফতরের সামনে রাস্তায় নেমে পড়েন তাঁরা। যাত্রী সঙ্গে নেওয়া বিভিন্ন অ্যাপ ক্যাবকে আটকে দেন। যাত্রীদের টেনে গাড়ি থেকে নামানো হয়। পুলিশের সামনেই এই ঘটনা চলে। বহু যাত্রী এই ঘটনার প্রতিবাদ করলে তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়। এক মহিলা যাত্রীকেও অ্য়াপ ক্যাবের চালকরা নিগ্রহ করে বলে অভিযোগ। এই ঘটনায় মদন মিত্র জানিয়েছেন,যা ঘটেছে তা ওলা ও উবরের জন্য। দিনের পর দিন এই অ্যাপ ক্যাব নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা তাপইউ প্রকাশ। তবে পুলিশ তাড়াতাড়ি ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রীদের ক্যাব থেকে নামানো ঠিক নয় বলেও মন্তব্য করেন মদন মিত্র। ঘটনা নিয়ে কলকাতা পুলিশের পুলিশ সুপার ও মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও কথা হয় মদন মিত্রর। যাতে এমন ঘটনা না ঘটে তা ওপর নজর রাখা হচ্ছে বলে জানান তিনি।

English summary
Madan mitra Recation On Ola and uber meeting with Government
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X