For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওলা-উবার- নিয়ে এবার সরব মদন মিত্র, কাল বর্তমান পরিবহণমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী

চিটফান্ড বিতর্কে গত কয়েক বছর ধরে নেতা মদন মিত্র-কে সেভাবে সক্রিয় রাজনীতিতে প্রাকাশ্যে দেখা যায়নি। কিন্তু, বারবার তিনি তাঁর উপস্থিতির জানান দিয়ে গিয়েছেন।

Google Oneindia Bengali News

চিটফান্ড বিতর্কে গত কয়েক বছর ধরে নেতা মদন মিত্র-কে সেভাবে সক্রিয় রাজনীতিতে প্রাকাশ্যে দেখা যায়নি। কিন্তু, বারবার তিনি তাঁর উপস্থিতির জানান দিয়ে গিয়েছেন। সে কামারহাটিতে অমিত শাহকে কালো পতাকা দেখানোর জমায়েতের নেতৃত্ব দেওয়া হোক বা মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় দুর্গতদের চিকিৎসার তদারকি করতে এসএসকেএম হাজির হওয়া- সবতেই মদন মিত্র ছিলেন। কিন্তু, বারবার নিজেকে মিডিয়ার ফোকাসের আড়ালে রেখে দিয়েছিলেন। তবে, ব্র্যান্ড মদন মিত্র যে জন্য রাজ্য-রাজনীতিতে পরিচিতি পেয়েছেন সেই পরিবহণ ক্ষেত্রেকে হাতিয়ার করে ফের একবার তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে।

ওলা-উবার- নিয়ে এবার সরব মদন মিত্র, কাল বর্তমান পরিবহণমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী

শুক্রবারই ওয়ানইন্ডিয়া বেঙ্গলির খবরে প্রকাশ পেয়েছিল ওলা-উবার-এর মতো অনলাইন ক্য়াব পরিষেবা সংস্থার বিরুদ্ধে কীভাবে ক্ষোভে ফুঁসছেন গাড়ির মালিক এবং চালকরা। পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে দীপাবলির মধ্যে কলকাতার রাস্তা থেকে ওলা ও উবার চালানো বন্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিলেন ২২,০০০ গাড়ির মালিক। আপাতত এই সিদ্ধান্ত স্থগিত হয়েছে। বরং ৩ নভেম্বর এক বৈঠকে পরিবহণ দফতরের মধ্যস্থতায় আলোচনার মধ্যে দিয়ে আগে এগোনোর সিদ্ধান্তই গৃহীত হয়। যে বৈঠকে সভাপতিত্ব করেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র। এছাড়়াও ছিলেন পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড-এর প্রতিনিধি-সহ অন্য সব অনলাইন ক্যাব ইউনিয়নের প্রতিনিধিরা।

এই বৈঠকে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই মোতাবেক সোমবার দুপুরে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মদন মিত্র। তাঁর সঙ্গে যেমন থাকছে তাঁর নেতৃত্বে তৈরি হওয়া তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড-এর প্রতিনিধি দল, তেমনি থাকছেন অন্য সব অনলাইন ক্যাব মালিকদের ইউনিয়নের প্রতিনিধিরাও। মূলত কয়েক দফা দাবি নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন মদন মিত্র। সুতরাং, সেদিক দিয়ে দেখতে গেলে এই বৈঠক হতে চলেছে বর্তমান পরিবহণমন্ত্রী ও প্রাক্তন পরিবহণমন্ত্রী-র মধ্যে।

ওলা-উবার- নিয়ে এবার সরব মদন মিত্র, কাল বর্তমান পরিবহণমন্ত্রীর মুখোমুখি হচ্ছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী

[আরও পড়ুন:লোকসভায় মমতাকেও হারাবেন দিলীপ! জানতে চান পিসি-ভাইপো কোন কেন্দ্রে লড়ছেন][আরও পড়ুন:লোকসভায় মমতাকেও হারাবেন দিলীপ! জানতে চান পিসি-ভাইপো কোন কেন্দ্রে লড়ছেন]

এই বৈঠকে ওলা-উবারের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হওয়ার কথা মদন মিত্রের। যেমন বর্তমানে ওলা-উবারে গাড়ি দেওয়া মালিকরা কিলোমিটার পিছু ৭ টাকা করে পান। এই অর্থ কিলোমিটার পিছু ২০ টাকা করার প্রস্তাব রাখবেন মদন মিত্র। এছাড়াও আলোচনায় থাকছে ওলা-উবারের মধ্যে সিসিটিভি সার্ভাইল্য়ান্স-এর মতো বিষয়। দুই-পিঠ টোল-এর দায়ভাবে যাতে অনলাইন ক্যাব পরিষেবা দেওয়া সংস্থা নেয় তাও তুলে ধরা হবে। গাড়ির মালিকদের স্বার্থসুরক্ষা করে এমন কমিশন সংক্রান্ত বেশকিছু প্রস্তাবও পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর সামনে রাখা হবে। সমস্ত দাবি-দাওয়া রাখার পাশাপাশি ওলা-উবারের প্রতিনিধিদের ডেকে পরিবহণমন্ত্রীর উপস্থিতিতে আলাদা করে এক ত্রিপাক্ষিক বৈঠকেরও আর্জি রাখা হবে সোমবারের এই আলোচনায়। সমস্ত বিষয়টি ১৫ নভেম্বরের মধ্যে মেটানোর জন্য রাজ্য পরিবহণ দফতরকেও সময়সীমা বেঁধে দেওয়ার কথাও এই বৈঠকে জানিয়ে দিতে পারেন মদন মিত্র। 'নচেৎ ১৫ তারিখের পর থেকে যে কোনও দিনই 'ওলা-উবার চলো অভিযান'-এর ডাক দেওয়া হতে পারে। এতে কলকাতার রাস্তা থেকে ওলা-উবার ক্যাব তুলে নেবেন অধিকাংশ গাড়ির মালিক। অবস্থান বিক্ষোভ করা হবে ওলা ও উবার-এর দফতরের সামনে।', জানিয়েছেন পশ্চিমবঙ্গ অনলাইন ক্যাব অপারেটর্স গিল্ড-এর সাধারণ সম্পাদক পার্থসারথি সেন।

[আরও পড়ুন: তৃণমূলের দলে ঢুকে পড়লেন বিজেপির বিধায়ক! নয়া অভিজ্ঞতার মধ্যেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি][আরও পড়ুন: তৃণমূলের দলে ঢুকে পড়লেন বিজেপির বিধায়ক! নয়া অভিজ্ঞতার মধ্যেই রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি]

মদন মিত্র পরিবহণ মন্ত্রী থাকাকালীনই রাজ্যে আবির্ভাব হয়েছিল ওলা-উবার, মেরু-র মতো অনলাইন ক্য়াব সংস্থার। অনলাইন ক্যাব মালিকদের সংগঠনগুলির আশা মদন মিত্র-এর নেতৃত্বে হয়তো সমস্যার সুরহা মিলতে পারেন। দীর্ঘদিন ধরেই অলনাইন ক্যাব মালিকদের অভিযোগ, প্রথম দিকে ওলা এবং উবার যেভাবে তাঁদের বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিয়ে এসেছিল এখন তা বন্ধ করে দিয়েছে। কিন্তু, কিলোমিটার পিছু অর্থের অঙ্ক বাড়ানো হয়নি। এছাড়াও নানা ছুতোয় কমিশন কেটে নেওয়ার বিষয় তো রয়েইছে। অনেকসময় চালকদের না জানিয়ে শৃঙ্খলাভঙ্গের কথা বলে আই-ডি ব্লকও করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এখন ওলা এবং উবারে দেওয়া গাড়ির মালিকদের ইএমআই-এর টাকা জোগাড় করাটা বেদনাদায়ক হয়ে উঠছে বলেও অভিযোগ করছেন অনেকে।

[আরও পড়ুন:পরের সপ্তাহেই কলকাতার রাস্তা থেকে উধাও হতে পারে ওলা-উবার, শনিবার ঘোষিত হবে সিদ্ধান্ত] [আরও পড়ুন:পরের সপ্তাহেই কলকাতার রাস্তা থেকে উধাও হতে পারে ওলা-উবার, শনিবার ঘোষিত হবে সিদ্ধান্ত]

English summary
Madan Mitra is again in the headline. Now ex transport minister of West Bengal has come out to lead the front against OLA-UBER.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X