For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম-কথা স্থগিত, তৃণমূলের মদনের বুকে যে রামের সঙ্গে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

ভবানিপুরের বাড়িতে রামকথার আসর বসানোর উদ্যোগ নিয়েছিলেন। মঙ্গলবার সেই পথ থেকে সরে এলেন মদন মিত্র।

Google Oneindia Bengali News

সম্প্রতি ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের লড়াইয়ে অর্জুন-পুত্র পবন সিংয়ের কাছে হেরে উল্টো সুর শোনা যাচ্ছিল মদন মিত্রের কণ্ঠে। তিনি ভবানিপুরের বাড়িতে রামকথার আসর বসানোর উদ্যোগ নিয়েছিলেন। মঙ্গলবার সেই পথ থেকে সরে এলেন মদন মিত্র। রাম-কথায় ডিগবাজি খেয়ে বললেন, তাঁর বুকের ভিতরে মমতার ছবিও আছে, রাম-সীতার ছবিও আছে।

রাম-কথার অনুষ্ঠান স্থগিত

রাম-কথার অনুষ্ঠান স্থগিত

এদিন রাম-কথার অনুষ্ঠান স্থগিতের কথা জানিয়ে তিনি বলেন, যা করব দলের অনুমতি নিয়ে। এবার রামকথার অনুষ্ঠানের আগে দলের সঙ্গে কথা হয়নি। সিদ্ধান্ত নিয়েছি, জয় শ্রীরাম স্লোগান তুলে যাঁরা খুনের রাজনীতি করছেন, তাঁদের নিঃশেষ না করা পর্যন্ত রাম-কথার আসর বসিয়ে কোনও লাভ নেই

বুকের ভিতরে যেমন মমতা, রামও

বুকের ভিতরে যেমন মমতা, রামও

মদন মিত্র বলেন, আমার বুকের ভিতরে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তেমনই রয়েছেন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান। রয়েছেন মা দুর্গাও। এখন রাম-কথার আসর বসানোর আগে জয় শ্রীরামের স্লোগান দিয়ে হিংসা ছড়ানো বন্ধ করতে হবে।

রাম-কথার আসর, জল্পনা

রাম-কথার আসর, জল্পনা

রাজ্যে জয় শ্রীরাম ধ্বনি নিয়ে চরম উত্তেজনা শুরু হয়েছে লোকসভা ভোটের শুরু থেকেই। তা জারি ছিল শপথ গ্রহণ পর্যন্ত। এরই মধ্যে নিজের বাড়িতে রামকথার আয়োজন করে জল্পনা বাড়ান রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র। তাঁর এই রামকথার আসরের আয়োজনে অন্য গন্ধ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দলে প্রাসঙ্গিকতা ফিরে পেতে

দলে প্রাসঙ্গিকতা ফিরে পেতে

কয়েক হাজার মানুষ নিমন্ত্রিত থাকার কথা ছিল এই রাম-উৎসবে। বিধানসভা উপমির্বাচনে হারের পর থেকেই তিনিই দলে কোণঠাসা হয়ে পড়েছিলেন। সারদা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই তিনি দলের অন্দরে চাপে ছিলেন। তারমধ্যেই তিনি চেষ্টা করছিলেন প্রাসঙ্গিকতা ফিরে পেতে।

ভাটপাড়ায় হেরে খাদের কিনারায়

ভাটপাড়ায় হেরে খাদের কিনারায়

কিন্তু ভাটপাড়ায় হেরে তিনি তাঁর রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু অর্জুনের গড় থেকে জয় ছিনিয়ে আনতে তিনি ব্যর্থ। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সারদাকাণ্ডে জেলে যাবার পর থেকে তাঁর সঙ্গে তফাৎ রেখে চলছেন দলীয় নেতারা। দলনেত্রী তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সম্প্রতি তিনি প্রাসঙ্গিকতা ফিরে পেতে শুরু করেছিলেন তৃণমূলে। তারপর ভাটপাড়া উপনির্বাচনে মদনের পরাজয়ে সেই সম্ভাবনাতেও ছেদ পড়ে গেল।

English summary
Madan Mitra increases speculation of joining in BJP after his Ram-worship. He recently arrange of Ram-katha in his Bhawanipur House
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X