For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘কালনাগিনী’ বিজেপি ঢোকার চেষ্টা করছে বাংলায়! বিদায়-বার্তায় ‘গান’ শোনালেন মদন

বিজেপিকে কালনাগিনীর সঙ্গে তুলনা করে নির্বাচনী জনসভায় তোপ দাগলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, বাংলায় কালনাগিনীর মতো ঢুকে পড়ার চেষ্টা করছে বিজেপি।

Google Oneindia Bengali News

বিজেপিকে কালনাগিনীর সঙ্গে তুলনা করে নির্বাচনী জনসভায় তোপ দাগলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। তিনি বলেন, বাংলায় কালনাগিনীর মতো ঢুকে পড়ার চেষ্টা করছে বিজেপি। তাই বিজেপিকে রুখতে হবে। কিন্তু কোন পথে রোখা যাবে বিজেপিকে? তার দাওয়াই-ও দিলেন তিনি। জানিয়ে দিলেন বিজেপিকে রোখার টোটকা।

‘কালনাগিনী’ বিজেপি ঢোকার চেষ্টা করছে বাংলায়! বিদায়-বার্তায় ‘গান’ শোনালেন মদন

[আরও পড়ুন:মহেশতলায় বিজেপি প্রার্থী কে, নোয়াপাড়া-কাণ্ড এড়াতে তড়িঘড়ি চূড়ান্ত হয়ে গেল নাম][আরও পড়ুন:মহেশতলায় বিজেপি প্রার্থী কে, নোয়াপাড়া-কাণ্ড এড়াতে তড়িঘড়ি চূড়ান্ত হয়ে গেল নাম]

উত্তর দিনাজপুরের ইটাহারে নির্বাচনী প্রচারে গিয়ে মদন মিত্র বলেন, বিজেপি হচ্ছে কালনাগিনী। অন্ধকারের খেলা খেলতে ওরা সিদ্ধহস্ত। ঠিক যেভাবে বেহুলা-লখীন্দরের ঘরে ঢুকে পড়েছিল কালনাগিনী, একইভাবে বিজেপি বাংলায় ঢুকে পড়ার চেষ্টা করছে। কিন্তু এই ইটাহারের মাটিতে বিজেপিকে চাষ করতে দেবেন না। বিজেপির মতো অপশক্তিকে আটকাতেই হবে।

এদিন তিনি বিজেপি রুখতে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন। কোন পথে হবে সেই প্রতিরোধ তা জানাতে গিয়ে গানও শুনিয়ে দেন মদন মিত্র। তিনি বলেন, বিজেপি যখন এখানে মিটিং-মিছিল করতে আসবে, তখন তাদের গান শুনিয়ে দেবেন। তাদের শোনাবেন, 'দেখো দিওয়ানো তুম ইয়ে কাম না করো, রাম কা নাম বদনাম না করো'- এই গানটি। তারপরই দেখবেন বিজেপি উধাও হয়ে গিয়েছে।

[আরও পড়ুন:ভেন্টিলেশন থেকে বের হল কমিশন! কোন শর্তে ভোট বুঝিয়ে দিল হাইকোর্ট][আরও পড়ুন:ভেন্টিলেশন থেকে বের হল কমিশন! কোন শর্তে ভোট বুঝিয়ে দিল হাইকোর্ট]

তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় মদন মিত্র ছাড়াও ছিলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, ইটাহার কেন্দ্রের বিধায়ক তথা দলের জেলা সভাপতি অমল আচার্য। তাঁদেরও বক্তব্যে মূল টার্গেট ছিল বিজেপি। বিজেপিকে বাংলা থেকে বিদায় করে দেওয়ার ডাক দেন শুভেন্দু অধিকারী।

[আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে দেশকে 'পথ' দেখাচ্ছেন মমতা! কঠোর সমালোচনা অধীরের][আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ে দেশকে 'পথ' দেখাচ্ছেন মমতা! কঠোর সমালোচনা অধীরের]

English summary
Madan Mitra criticizes that BJP enters in Bengal like a kalnagini. He sings a song to goodbye BJP frm West Bengal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X