For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদাম্বরমের গ্রেফতারিতে তীব্র রাগ মমতার, প্রতিবাদ ঝরে পড়ল কবিতায়

কবিতার প্রথম চারটে লাইনই ইঙ্গিত দিচ্ছে কতটা রাগ জমে রয়েছে। কিছুতেই মেনে নিতে পারছেন না এই অপমান।

Google Oneindia Bengali News

'‌'‌গণতন্ত্রের ঠিকানা?
চেনা যাচ্ছে না।
দেশের ইতিহাস
বোঝা যাচ্ছে না।‌'‌'‌

কবিতার প্রথম চারটে লাইনই ইঙ্গিত দিচ্ছে কতটা রাগ জমে রয়েছে। কিছুতেই মেনে নিতে পারছেন না এই অপমান। সকাল থেকেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিদাম্বরমের গ্রেফতারিতে তীব্র রাগ মমতার, প্রতিবাদ ঝরে পড়ল কবিতায়

কখনও টুইট তার কখনও ফেসবুকে ফুটে উঠেেছ সেই প্রতিবাদের ভাষা। দিনের শেষে যখন তিনি দেখলেন চিদম্বরমকে ৫ দিনের সিবিআই হেফাজতে রাখা হয়েছে। তখন আর নিজেকে দমিয়ে রাখতে পারেননি। কলম ধরেন নেত্রী। কবিতায় গর্জে ওঠে তাঁর প্রতিবাদ। সেই লেখা ফেসবুকে শেয়ার করেছেন তিনি।

যদিও এই প্রথম নয় এর আগেও একাধিক ইস্যুতে কবিতা লিখে প্রতিবাদ করেছেন তিনি।

মোদী সরকারের নোটবন্দির প্রতিবাদেও কলম ধরেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। সেই একই রাগের প্রতিফল দেখা গেল তাঁর এই কবিতােতও। লোকসভা ভোটের আগে থেকেই মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। মমতা অভিযোগ করেছিলেন সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে।

তাঁর বিরুদ্ধে এই কাজ করেছেন মোদী সরকার। সারদাকাণ্ডে প্রাক্তন পুলিস কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির প্রতিবাদে রাস্তায় নেমেিছলেন তিনি। এবার আরও চরম পদক্ষেপ করেছে সিবিআই। রাজ্যসভার সাংসদকে গ্রেফতার করার মতো বড় ঘটনা ঘটেছে। এই প্রতিবাদ বন্ধ হবে না। আরও চড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন। গণতন্ত্র যে মোদী সরকারের কাছে মাথা নুইয়েছে সেকথা পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন মমতা।

English summary
M‌amata wrote poet on protest of Chidambarm arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X