For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যাসের মূল্যবৃদ্ধিতে মধ্যবিত্তের হেঁসেলে আগুন! কলকাতায় কত বাড়ল গ্যাসের দাম

ফের বাড়ল ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম। বুধবার থেকে দেশের মেট্রো শহরগুলিতে ভর্তুকিহীন গ্যাসের দামে বাড়ে। প্রতিদিনই নিয়ম করে পেট্রোপণ্যের দাম বাড়ছে। এরপর হাত পড়ল এলপিজি গ্যাসেও।

Google Oneindia Bengali News

ফের বাড়ল ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম। বুধবার থেকে দেশের মেট্রো শহরগুলিতে ভর্তুকিহীন গ্যাসের দামে বাড়ে। প্রতিদিনই নিয়ম করে পেট্রোপণ্যের দাম বাড়ছে। এরপর হাত পড়ল এলপিজি গ্যাসেও। গ্যাসের দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্তের হেঁসেলেও ঢুকে পড়েছে মূল্যবৃদ্ধির আঁচ। করোনার আবহে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের নাজেহাল অবস্থা।

কোথায় কত বাড়ল গ্যাসের দাম

কোথায় কত বাড়ল গ্যাসের দাম

বুধবার কলকাতায় গ্যাসের গাম বেড়েছে সাড়ে চার টাকা। দিল্লিতে বেড়েছে ১ টাকা, মুম্বইয়ে সাড়ে তিন টাকা এবং চেন্নাইয়ে বেড়েছে সিলিন্ডার প্রতি চার টাকা করে। ১ জুলাই অর্থাৎ বুধবার থেকেই এই দাম কার্যকর করা হয়েছে। অর্থাৎ এখন থেকে বর্ধিত দামে গ্যাস সিলিন্ডার কিনতে হবে সাধারণ গ্রাহকদের।

তিনমাস পর দু-বার বাড়ল গ্যাসের দাম

তিনমাস পর দু-বার বাড়ল গ্যাসের দাম

টানা তিনমাস রান্নার গ্যাসের দাম কমার পর এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল গ্যাসের দাম। করোনা ভাইরাসের সঙ্কটকালে গ্যাসের দাম বাড়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে। একের পর এক মানুষ কাজ হারাচ্ছেন। এই অবস্থায় মূল্যবৃদ্ধি মারাত্মক রূপ নিতে চলেছে।

দেশের চারটি মেট্রো শহরে ভর্তুকিহীন গ্যাসের দাম

দেশের চারটি মেট্রো শহরে ভর্তুকিহীন গ্যাসের দাম

১ জুলাই থেকে চারটি মেট্রো শহরে গ্যাসের দাম বেড়েছে। ১৪.২ কোটি সিলিন্ডারের দাম কলকাতায় সাড়ে চারটা বেড়ে হয়েছে ৬২০ টাকা ৫০ পয়সা। আগে ছিল ৬১৬ টাকা। দিল্লিতে ৫৯৩ টাকা থেকে বেড়ে গ্যাসের দাম হয়েছে ৫৯৪ টাকা। মুম্বইয়ে ৫৯০.৫০ টাকা থেকে সাড়ে তিন টাকা বেড়ে হয়েছে ৫৯৪ টাকা। আর চেন্নাইয়ে চার টাকা বেড়ে ৬০৬ টাকা ৫০ পয়সা থেকে হয়েছে ৬১০.৫০ টাকা।

ভর্তুকির নির্ধারণ হয় প্রতি মাসে

ভর্তুকির নির্ধারণ হয় প্রতি মাসে

উল্লেখ্য, প্রতি বছর পরিবার পিছু ১৪.২ কিলোগ্রামের গ্যাস সিলিন্ডার ১২টি করে ভর্তুকি দেওয়া হয়। বাড়তি গ্যাস দামে কিনতে হয়। গ্রাহকদের বাজারমূল্যে গ্যাস কিনতে হয়। তারপর ভর্তুকির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। আন্তর্জাতিক বেঞ্চমার্ক এলপিজির দাম এবং বৈদেশিক বিনিময় হারের উপর ভিত্তি করে ভর্তুকি নির্ধারিত হয় প্রতিমাসে।

সীমিত উড়ান, লোকসান মোকাবিলায় ছাঁটাই, বিনা বেতনে ছুটির পথে হাঁটছে ইন্ডিগো বিমান সংস্থাসীমিত উড়ান, লোকসান মোকাবিলায় ছাঁটাই, বিনা বেতনে ছুটির পথে হাঁটছে ইন্ডিগো বিমান সংস্থা

English summary
LPG gas cylinder price is hiked again in metro cities of India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X