
সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনার মধ্যে ফের নিম্নগামী পারদ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া
মধ্যে শীতের আমেজে ভাটা পড়লেও, এদিন ফের পারদ পতন। কলকাতার তাপমাত্রা ২ ডিগ্রির বেশি নামলেও, তা রয়েছে স্বাভাবিকের থেকে ওপরে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে উত্তরে হাওয়ার জাপট বাড়বে এবং ডিসেম্বরের মাঝামাঝি পারদ নামার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাস গত কয়েকদিনের মতোই। বলা হয়েছে, ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৩ ডিসেম্বর অর্থাৎ শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়াও শুকনো থাকবে। তবে এদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকে দু থেকে তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে রবিবারের মতো ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমেছে ২ ডিগ্রির বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে, ৪ ডিসেম্বর নাগাদ দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। এর প্রভাবে পরবর্তী ২৪ ঘন্টায় একই এলাকায় একটি নিম্নচাপও তৈরি হতে পারে। যার ফলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫ ডিসেম্বর থেকে হাল্কা থেকে মাঝারি এবং কোনও কোনও জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে কর্নাটক, কেরল তামিলনাড়ু এবং লাক্ষাদ্বীপে আগামী ৪-৫ দিন বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৬.১)
বহরমপুর (১৪)
বাঁকুড়া
বর্ধমান (১৬.৮)
কোচবিহার (১২.৯)
দার্জিলিং (৭.৮)
কালিম্পং (১১)
দিঘা ( ২০.১)
কলকাতা (২১.৮)
দমদম (২২.২)
কৃষ্ণনগর (১৫.৪)
মালদহ ( ১৮.৪)
মেদিনীপুর (১৮.৬)
শিলিগুড়ি (১৪.১)
শ্রীনিকেতন ( ১৪.৮)
সুন্দরবন (২২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৯.৪)
বহরমপুর (২৭.৪)
বাঁকুড়া
বর্ধমান (৩০)
কোচবিহার (৩০.৫)
দার্জিলিং (১৭.২)
কালিম্পং (১৮.৫)
দিঘা (৩১.৩)
কলকাতা (৩০.৯)
দমদম (৩০)
কৃষ্ণনগর (৩০)
মালদহ (৩০.২)
মেদিনীপুর (৩০.৭)
শিলিগুড়ি (৩১)
শ্রীনিকেতন ( ২৮.৮)
সুন্দরবন (২৯)
ভারত জুড়ে বড় পরিকল্পনা Samsung-এর! IIT এবং ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শত-শত ইঞ্জিনিয়ার নিয়োগের ভাবনা