
Weather News: তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে আঘাত হানল মান্দোস! বাংলার জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস
শনিবার সকালে একধাক্কায় তাপমাত্রা (temperature) বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। কলকাতাতেই ন্যূনতম তাপমাত্রা বেড়েছে আড়াই ডিগ্রির মতো। আবহাওয়া (Weather) দফতর জানিয়েছে তামিলনাড়ু-অন্ধ্র উপকূলে মান্দোস আছড়ে পড়ার পরোক্ষ প্রভাবের কারণে এই পরিস্থিতি।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১২ ডিসেম্বর সোমবার সকালের মধ্যে আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ আগামী ১২ ডিসেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়ারও তেমন কোনও পরিবর্তন হবে না। রাতের তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তন হবে না। তবে তার পরে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

দেশের দক্ষিণ ও উত্তরে বৃষ্টিপাতের পূর্বাভাস
অন্ধ্রপ্রদেশের পুদুচেরি এবং শ্রীহরিকোটার মধ্যে আঘাত হেনেছে মান্দোস। যার জেরে এদিন ভারী থেকে অতিভার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু ও রায়ালসীমায়। কর্নাটকেও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণ কর্নাটকে বৃষ্টি চলবে রবিবারেও।
অন্যদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ এবং হিমাচল প্রদেশে এদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টি কিংবা তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১০.২)
বহরমপুর (১৪.২)
বাঁকুড়া (১২.৭)
বর্ধমান ( ১৩.৬)
কোচবিহার ( ১২.১)
দার্জিলিং (৭.৬)
কালিম্পং ( ১১.৫)
দিঘা ( ১৩.১)
কলকাতা (১৫.৬)
দমদম (১৬.২)
কৃষ্ণনগর (১৩.৪)
মালদহ (১৫.৫)
মেদিনীপুর (১৩.৭)
শিলিগুড়ি (১৪.৭)
শ্রীনিকেতন ( ১২.১)
সুন্দরবন (১৬.৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৬.৪)
বহরমপুর (২৭.২)
বাঁকুড়া (২৮.৩)
বর্ধমান (২৬.৮)
কোচবিহার (২৮.৬)
দার্জিলিং (১৫.৮)
কালিম্পং (১৮.৫)
দিঘা (২৭.১)
কলকাতা (২৭)
দমদম (২৬.৮)
কৃষ্ণনগর (২৭)
মালদহ (২৬.৬)
মেদিনীপুর (২৬)
শিলিগুড়ি (৩০.৩)
শ্রীনিকেতন ( ২৬.২)
সুন্দরবন