For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তমলুকের রাজনৈতিক মানচিত্র 'আবহাওয়া'র কোন পূর্বাভাস দিচ্ছে !

তমলুক .. সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই লোকসভা এলাকা অধিকারী গড় নামে পরিচিত। ২০১৪ সালে এখান থেকে বিপুল ভোটে জিতে সাংসদ হন এলাকার দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী।

Google Oneindia Bengali News

তমলুক .. সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই লোকসভা এলাকা অধিকারী গড় নামে পরিচিত। ২০১৪ সালে এখান থেকে বিপুল ভোটে জিতে সাংসদ হন এলাকার দোর্দদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। এরপর ২০১৬ তে তিনি বিধানসভা নির্বাচনের পর রাজ্য়ের পরিবহন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর ,তমলুকের লোকসভা উপনির্বাচনে শুভেন্দু অদধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী জয় লাভ করেন ২০১৬ সালে। সেই থেকে তিনিই এখানকার সাংসদ।

অধিকারী-গড় তমলুকের রাজনৈতিক মানচিত্র আবহাওয়ার কোন পূর্বাভাস দিচ্ছে !

(প্রতীকী ছবি)

২০১৯ নির্বাচনেও তৃণমূলের টিকিটে এই এলাকা থেকে দাঁড়িয়েছেন দিব্যেন্দু অধিকারী। অধিকারীদের এলাকার অধিকার ২০১৯ সালে কে নেয়, এবার প্রশ্ন তা নিয়েই। সাংসদ হিসাবে দিব্যেন্দু অধিকারীর রিপোর্ট কার্ড বলছে তিনি ১০২ টি প্রশ্ন নিয়ে সক্রিয়ভাবে সংসদে সওয়াল করেন। যার মধ্যে অধিকাংশই জাতীয়স্তরের প্রশ্ন। রাজ্যের নিরিখে তিনি ৩৯ টি প্রশ্ন করেছেন। সাংসদ হিসাবে তাঁর উপস্থিতি ৪৮ শতাংশ।

গত উপনির্বাচনে ৭৭৯,৫৯৪ ভোটে সিপিএম এর মন্দিরা পাণ্ডাকে হারিয়ে তমলুক জিতে নেন দিব্যেন্দপ অধিকারী। তবে এবার সম্মুখ সমরে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বি বিজেপি। তমলুকের গড়ে ঘাসফুল বনাম পদ্মফুলের যুদ্ধও কি ১২ মে প্রকট হতে চলেছে, নাকি সেখানেও থাবা বসাবে হাত বা বাম শিবির? কোন দলের রঙের আবির মেখে ২৩ মে এলাকাবাসী উদযাপন করবেন,তা নির্ধারিত হতে চলেছে আগামীকাল। কয়েক লক্ষ ভোটারকে নিয়ে ১২ মের সকাল ভোট উৎসবে মাততে চলেছে তমলুক। যাঁদের মধ্যে শহরের বাসিন্দাই ১৬.৭৪ শতাংশ। আর গ্রামের বাসিন্দা ৮৩.২৬ শতাংশ।

English summary
Loksabha vote 2019 latest update,Know details about Tamluk constituency and its statistics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X