বিদ্যাসাগরের লেখা 'সহজপাঠ'! বক্তা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
রাজানৈতিক তাণ্ডবে, বাংলার বুকে রাতের অন্ধকারে ভাঙা হয়েছে বিদ্যাসাগরের মূর্তি। মঙ্গলবারের এই অভিশপ্ত রাতকে কিছুতেই ভুলতে পারছে না বাঙালি। বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনায় বিদ্যাসাগর কলেজের এই মুর্তি ভাঙার ঘটনা শেষ দফা ভোটের আগে পারদ চড়িয়েছে। গোটা বাংলা এই রাজনৈতিক পরিস্থিতিতে লজ্জিত। এদিকে ঘটনা নিয়ে যখন সরগরম রাজ্য,তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য খবরের শিরোনাম কাড়ছে।

শিলিগুড়িতে দিলীপ ঘোষ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ' যার জন্য বিখ্যাত বিদ্যাসাগর ..সহজ পাঠ..যে আমরা ছোটবেলায় পড়েছি..।' দিলীপ ঘোষের দাবি, বাম শাসনের সময় সহজ পাঠ তুলে দেওয়া হয়েছিল। এরপরই দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন ,'সহজপাঠ' কি তৃণমূল সরকার চালু করেছে? বিজেপির রাজ্য সভাপতি বলেন, 'যদি টিএমসিপির বিদ্যাসাগরের প্রতি সম্মান থাকত, তাহলে সহজ পাঠ চালু করত।' তাঁর দাবি বিদ্যাসাগর নিয়ে তৃণমূল কংগ্রেস 'নাটক' করছে, গোটাটাই তাঁদের 'কুমীরের কান্না'।
রবীন্দ্রনাথের সৃষ্টিকে বিদ্যাসাগরের বলে বিতর্কে দিলীপ ঘোষ, দেখুন ভিডিও #DilipGhosh #BJP #LokSabhaElections2019 pic.twitter.com/YHK7pxEu83
— Oneindia Bengali (@OneindiaBengali) May 17, 2019
প্রসঙ্গত, রবীন্দ্রনাথের লেখা 'সহজপাঠ'-কে বিদ্যাসাগরের সৃষ্টি বলে দিলীপ ঘোষ দাবি করার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবারের রাতের ঘটনায় একটা বড় অংশের বাঙালির দাবি ছিল, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কিছুটা যেন 'প্রতীকী' ঘটনার শামিল! চোখে আঙুল দিয়ে এই ঘটনা যেন দেখিয়ে দিয়েছে, বাংলার মাটিতে রাজনৈতিক 'শিক্ষা' কোন পথে চলেছে।