For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডায়মন্ডহারবারে অভিষেকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! ভাঙচুর ঘিরে সরগরম এলাকা

এদিন বেলা গড়াতেই একের পর এক সংঘর্ষের খবর উঠে আসতে থাকে সপ্তম দফা ভোট গ্রহণ পর্ব ঘিরে। একের পর এক জায়গা থেকে ক্ষোব আছড়ে পড়ে বিজেপি শিবিরের তরফে।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

এদিন বেলা গড়াতেই একের পর এক সংঘর্ষের খবর উঠে আসতে থাকে সপ্তম দফা ভোট গ্রহণ পর্ব ঘিরে। একের পর এক জায়গা থেকে ক্ষোব আছড়ে পড়ে বিজেপি শিবিরের তরফে। যাদবপুর কেন্দ্রে বিজেপির অনুপম ভোট কেন্দ্রের মধ্যেই হেনস্থার শিকার হয়েছেন। অন্যদিকে, বাসন্তীতে বিজেপি কর্মীদের নিয়ে ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধে বসেন পদ্ম শিবিরের প্রার্থী সায়ন্তন বসু। ডায়ামন্ডহারবারেও পরিস্থিতি খানিকটা একই রকম।

ডায়মন্ডহারবারে অভিষেকের প্রতিপক্ষ বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা! ভাঙচুর ঘিরে সরগরম এলাকা

এদিন ডায়ামন্ডবারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ শুরু হয়। এরপরই নীলাঞ্জন রায়ের গাড়িতে তৃণমূল আশ্রিত গুণ্ডারা হামলা চালিয়েছে বলে খবর। ভাঙচুর করা হয় , তাঁর গাড়ি। এদিকে, ডোঙ্গারিয়া এলাকার এমন ঘটনায় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোবে ফেটে পড়েন বিজেপির নীলাঞ্জন রায়। তিনি গোটা ঘটনার অভিযোগ তৃণমূলে বিরুদ্ধে। তাঁর দাবি , তৃণমূলের গুন্ডাবাহিনী এমন কাজ করেছে।

উল্লেখ্য, এদিন সকালে রাহুল সিনহাকে লক্ষ্য করে তিলজলায় উত্তেজনা ছড়ায়। এরপর উত্তর কলকাতায় বাবুল সুপ্রিয় ভোট দিতে পৌঁছলেও সেখানে জমায়েত ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এরমধ্যেই ডায়ামন্ডহারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের গাড়ি ভাঙচুরের খবর আসে।

English summary
Loksabha poll violence in west bengal: diamondharbour's bjp candidate attacked .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X