For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সবাইকে নমস্কার করো', মঞ্চের মমতা যেন অভিষেকেরই 'পিসি'! বজবজে বিরল ছবি

বজবজে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক প্রচার সভায় এদিন মঞ্চেক মমতা বন্দ্যোপাধ্য়ায় যেন ছিলেন 'স্নেহময়ী' পিসির ভূমিকায়।

  • |
Google Oneindia Bengali News

বজবজে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এক প্রচার সভায় এদিন মঞ্চেক মমতা বন্দ্যোপাধ্য়ায় যেন ছিলেন 'স্নেহময়ী' পিসির ভূমিকায়। মঞ্চে এদিন 'প্রার্থী' অভিষেকের সমর্থনে একাধিক বক্তব্য রাখার পর, ঠিক যেন পিসি সুলভ ভঙ্গিতেই স্নেহের ভাইপো অভিষেককে মমতা 'নির্দেশ' দিয়ে বললেন 'সবাইকে নমস্কার করো'। সভায় উপস্থিত দর্শকদের দিকে নমস্কার করার জন্য় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এমন ভারী মেজাজের নির্দেশই যথেষ্ট ছিল অভিষেকের জন্য।

সবাইকে নমস্কার করো, মঞ্চের মমতা যেন অভিষেকরই পিসি! রাজনীতি পেরিয়ে বজবজে বিরল ছবি

এদিন বিজেপিতে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর পরিবারের সবাই রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু কেউই তা প্রকাশ্যে আসতে দেন না। মমতা বলেন, একটা সময় তাঁরা বাড়ির ভাইবোনরা মিলে মিছিল করতেন। সেই সময়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় সদস্য ছিলেন মমতা। নিজের মায়ের প্রসঙ্গ উত্থাপন করে বলেন,' আমার মা আঁঠা বানিয়ে দিতেন ..আমি পোস্টার মারতে যাব বলে..।' ক্ষোভের সুরে মমতা এদিন বলেন, অভিষেক সেই জায়গা থেকে রাজনীতিতে এসেছে বলে বিজেপি আজ কটাক্ষ করছে!


অভিষেক সম্পর্কে মমতার দাবি, 'অভিষেক আমার পরিবারে জন্মে গিয়েছেন বলে দোষেরটা কী?' সাফ কথায় মমতা জানিয়ে দিয়েছেন, কাজের মাধ্যমেই একজন একমাত্র তৃণমূলের যোগ্য নেতা হয়ে উঠতে পারবেন। এতে কোনও মতেই কারোর ব্যাক্তিগত সুবিধা পাওয়ার অবকাশ নেই।

English summary
Loksabha poll 2019 news update,Mamata Banerjee on her nephew Abhishek Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X