For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট পরবর্তী হিংসা ঝাড়গ্রামে, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

ভোটের দিনের হিংসা চলল ভোট শেষ হওয়ার পরেও। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে।

Google Oneindia Bengali News

ভোটের দিনের হিংসা চলল ভোট শেষ হওয়ার পরেও। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের একাধিক জায়গা থেকে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের খবর পাওয়া
গিয়েছে। দুটি ঘটনা ঘটেছে, শালবনী এবং চন্দ্রকোণা রোডে। উভয় ক্ষেত্রেই হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

ভোট পরবর্তী হিংসা ঝাড়গ্রামে, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা

রবিবার ভোট মেটার পরেই শালবনীর ২৯০ নম্বর বুথ এলাকায় তৃণমূলের ওপর বিজেপির হামলার অভিযোগ উঠেছে। তৃণমূল সূত্রের দাবি, ভোট শেষ হওয়ার পর তৃণমূল কর্মীরা বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় ৪০ থেকে ৫০ টি মোটর সাইকেলে বিজেপি কর্মীরা এসে হামলা চালায় বলে অভিযোগ। ৫ জন আহত হন। তাঁদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

অপর ঘটনাটি হয় চন্দ্রকোণা রোডে। সূত্রের খবর অনুযায়ী, প্রথমে বিজেপির পোলিং এজেন্টের বাড়িকে হামলা হয়। অভিযুক্ত তৃণমূল। হামলার খবর পেয়ে এলাকায় চলে যান আশপাশের বিজেপি কর্মী সমর্থকরা। দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। রাত দশটা নাগাদ এলাকার বেশ কয়েকজন তৃণমূল নেতা এলাকায় শান্তির জন্য আবেদন করেন। সেই সময় ওই তৃণমূল নেতাদের ওপর বিজেপি হামলা চালায় বলে অভিযোগ। আহত তৃণমূল নেতাদের মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করানো হয়।

English summary
Loksabha elections 2019: Violence in west bengal continues in Jhargram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X