For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'চিটফান্ডের মালিকের জমিতে প্রধানমন্ত্রী সভা করছেন'! মথুরাপুরে মোদী আসার আগেই শক্তিশেল মমতার

২০১৯ লোকসভা ভোটের শেষ দফার আগে বাংলার ভোট-পারদ তুঙ্গে। এদিন ,মথুরাপুরে 'ব্যাক টু ব্যাক' মমতা , মোদীর হাইভোল্টেজ সভা গিরে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজনীতি।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ লোকসভা ভোটের শেষ দফার আগে বাংলার ভোট-পারদ তুঙ্গে। এদিন ,মথুরাপুরে 'ব্যাক টু ব্যাক' মমতা , মোদীর হাইভোল্টেজ সভা গিরে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজনীতি। মঙ্গলবার অমিত শাহের সভায় হিংসা, পরে মমতার পদযাত্রা, আর তার কয়েক ঘণ্টার মাথায় নির্বাচন কমিশনের নির্দেশ, সেই প্রেক্ষাপটে শেষ দফার আগে মথুরাপুরে মোদী-মমতার সভার দিকে নজর সমস্ত মহলের। আর মথুরাপুরে মোদী আসার আগেই তাঁর সবা নিয়ে শক্তিশেল নিক্ষেপ করে গিয়েছেন মমতা।

চিটফান্ডের মালিকের জমি

চিটফান্ডের মালিকের জমি

এদিন মথুরাপুরের সভা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, আজ মথুরাপুরে যে জমিতে প্রধানমন্ত্রীর সভা ,সেই জমির মালিক একজন চিটফান্ডেরও মালিক। লাইসেন্স ছাড়াই মাইক্রো ফাইনান্স ব্য়বসা করছেন সেই ব্যক্তি। মমতা এদিনের সভায় ওই ব্য়ক্তির পরিচিতিও জানিয়ে দেন। কপিল মণ্ডল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপেরও ডাক দেন তিনি।

' আমাকে আটকানো যাবে না'

' আমাকে আটকানো যাবে না'


এদিনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের 'সোচ্চার ঘোষণা, আমাকে আটকানো যাবে না।' কপিল মণ্ডল সংক্রান্ত বিষয় নিয়ে মমতা বলেন, এতদিন তিনি এই জমির মালিক সম্পর্কে জানতেন না, তবে কাল রাতেই জানতে পেরে আজ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপের ব্যবস্থা করা হয়েছে।

 'যে ভালো কাজ করবেন তাঁক ভবিষ্যত বানিয়ে দেব'

'যে ভালো কাজ করবেন তাঁক ভবিষ্যত বানিয়ে দেব'


এদিন মমতা বন্দ্যোপাধ্যায়, সাফ জানিয়ে দেন যাঁরাই তাঁর দলের হয়ে ভালো কাজ করবেন, তাঁদেরই দল পুরস্কৃত করবে। এমনকি 'ভবিষ্যৎ বানিয়ে' দেওয়ার কথাও বলেন মমতা।

English summary
Loksabha elections 2019,Mamata accuses Modi for campaigning in chitfund owner's Land at Wet Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X