For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নকুল দানা তৃণমূল সৃষ্টি করেছে! কমিশনের নকুল দানা খাওয়ার জন্য অপেক্ষা করুন, পাল্টা দিল বিজেপি

ইতিমধ্যেই নকুল দানা দাওয়াই দিয়ে বীরভূমে প্রচার শুরু করে দিয়েছে অনুব্রত মণ্ডলের তৃণমূল কংগ্রেস। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই নকুল দানা দাওয়াই দিয়ে বীরভূমে প্রচার শুরু করে দিয়েছে অনুব্রত মণ্ডলের তৃণমূল কংগ্রেস। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। তারা বলছে, কমিশনের নকুল দানা খাওয়ার জন্য অপেক্ষা করুন তিনি। সব মিলিয়ে ভোট প্রচারে নতুন মাত্রা পেয়েছে নকুল দানা।

নকুল দানা তৃণমূল সৃষ্টি করেছে! কমিশনের নকুল দানা খাওয়ার জন্য অপেক্ষা করুন, পাল্টা দিল বিজেপি

নকুল দানা এমনই এক যাদুকাঠি, যদি কেউ খায়, শরীরে কোনও রোগ থাকবে না। নকুল দানা তৃণমূল সৃষ্টি করেছে। বলছেন অনুব্রত মণ্ডল। সকালে বাড়ি থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার সময় অনুব্রত মণ্ডল নিজেই মুখে তুলে নেন বেশ কয়েকটি নকুল দানা। অন্তত মিডিয়ার সামনে। আর তার পথেই জেলা জুড়ে নকুল দানা বিলি করে চলেছে তৃণমূল কংগ্রেস।

বিষয়টি নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বীরভূমে বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডল। তিনি বলেছেন, উনি নকুল দানা কাকে খাওয়াবেন, আর কে খাবেন। তিনি নির্বাচনের নকুলদানা খাওয়ার জন্য অপেক্ষা করুন।

নকুল দানা তৃণমূল সৃষ্টি করেছে! কমিশনের নকুল দানা খাওয়ার জন্য অপেক্ষা করুন, পাল্টা দিল বিজেপি

রাজনৈতিক কচকচানিতে বীরভূমে নকুলদানার চাহিদা এখন তুঙ্গে। বোলপুর হোক কিংবা জেলার অন্য অংশে নকুলদানা কারখানায় ব্যস্ততা দেখা গিয়েছে। সব কাজ ভুলে চলছে নকুল দানা তৈরির কাজ। আগের তুলনায় বিক্রি বেড়েছে। স্বীকার করে নিচ্ছেন সেখানকার নকুলদানা কারখানার মালিকরা। তারা বাহবা দিচ্ছেন অনুব্রত মণ্ডলকেই।

পঞ্চায়েত ভোটে গুড় বাতাসার মতো লোকসভা ভোটে নকুল দানা জাদু কাটির মতো কাজ করবে বলেই মনে করছেন, তৃণমুল কর্মী-সমর্থকরা।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে সিপিএম। যার জেরে ব্যাখ্যাও চেয়ে পাঠায় কমিশন। যদিও নকুল দানা নিয়ে নিজের অবস্থান ছাড়তে নারাজ অনুব্রত মণ্ডল।

English summary
Loksabha Elections 2019: Full flaged nakuldana distribution is going on in Birbhum by Anubrata Mondal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X