For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার লক্ষ্যে একনজরে বোলপুর! সিপিএম থেকে তৃণমূলে

আজ আমরা কথা বলব বোলপুর লোকসভা কেন্দ্র নিয়ে। তফশিলি সংরক্ষিত এই কেন্দ্র মূলত গ্রামীণ এলাকা নিয়ে গঠিত। একসময়ে এই কেন্দ্রটি বছরের পর বছর ধরেসিপিএম-এর দখলে ছিল।

  • |
Google Oneindia Bengali News

আজ আমরা কথা বলব বোলপুর লোকসভা কেন্দ্র নিয়ে। তফশিলি সংরক্ষিত এই কেন্দ্র মূলত গ্রামীণ এলাকা নিয়ে গঠিত।

একসময়ে এই কেন্দ্রটি বছরের পর বছর ধরে সিপিএম-এর দখলে ছিল। বর্তমানে এই কেন্দ্রটি তৃণমূলের দখলে রয়েছে। বর্তমানে এই কেন্দ্রের সাংসদ অনুপম হাজরা।

একনজরে বোলপুর

একনজরে বোলপুর

১৯৮৪ সাল থেকে একজনকে দেখে নেওয়া যাক কেন্দ্রটিকে। ১৯৮৪ সালের নির্বাচনে এই কেন্দ্রের সাংসদ নির্বাচিত ছিলেন সিপিএম-এর শরদিশ রায়। তিনি কংগ্রেসের নীহার দত্তকে পরাজিত করেছিলেন। কিন্তু ১৯৮৫ সালেই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। সেই নির্বাচনে প্রার্থী ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। বিপক্ষে সিদ্ধার্থশঙ্কর রায়।
উপনির্বাচনে দেড়গুণের বেশি ভোটে কংগ্রেস প্রার্থী সিদ্ধার্থশঙ্কর রায়কে পরাজিত করেন সোমনাথ চট্টোপাধ্যায়। এরপর থেকে টানা ২০০৯ সাল পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ২০০৪-এর ভোটে জেতার পর লোকসভার অধ্যক্ষও হয়েছিলেন তিনি।

১৯৮৪ সালের পর থেকে নির্বাচন গুলিতে নিজের সঙ্গে নিকটবর্তী প্রার্থীর ব্যবধান বাড়িয়ে গিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ১৯৮৯ সালের নির্বাচনে
কংগ্রেস প্রার্থীর সঙ্গে তাঁর ব্যবধান ছিল ১৬৩,৫৯৩। ১৯৯১-এ কংগ্রেস প্রার্থী জীবন মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যবধান ছিল প্রায় ২ লক্ষ ২৬ হাজারের বেশি।
১৯৯৬ সালে সিপিএম প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস প্রার্থীর ব্যবধান ছিল ২ লক্ষ ৫৩ হাজারের বেশি। ১৯৯৮-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌর হরি চন্দ্রের সঙ্গে তাঁর ব্যবধান ছিল ২ লক্ষ ৫১ হাজারের বেশি। ১৯৯৯ সালে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী ছিলেন সুনীতি চট্টরাজ। ওই নির্বাচনে তাঁর সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের ব্যবধান ছিল ১ লক্ষ ৮৬ হাজারের বেশি। ২০০৪-এর নির্বাচনে তৃণমূল প্রার্থী নির্মল মাঝিকে ৩ লক্ষ ১০ হাজারের বেশি ভোটে হারিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়।

বোলপুরে অনুপম হাজরা

বোলপুরে অনুপম হাজরা

২০০৯ সালে বোলপুর কেন্দ্রে সিপিএম প্রার্থী বদল করে। কেন্দ্রটি সংরক্ষিতও হয়ে যায় ২০০৯ সাল থেকে। এতদিন বীরভূম কেন্দ্র থেকে জয়ী প্রার্থী
রামচন্দ্র ডোমকে বোলপুরের প্রার্থী করা হয়। তিনি তৃণমূলের অসিত মালকে একলক্ষ ২৬ হাজারের বেশি ভোটে হারিয়ে দেন। ২০১৪ সালে ওই কেন্দ্রে
নতুন প্রার্থী দেয় তৃণমূল। বিশ্বভারতীয় অধ্যাপক অনুপম হাজরাকে প্রার্থী করে তৃণমূল। তিনি সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোমকে ২ লক্ষ ৩৬ হাজারের
বেশি ভোটে হারিয়ে দেন।

[আরও পড়ুন: লোকসভার লক্ষ্যে একনজরে! অনেক উত্থান-পতনের কেন্দ্র যাদবপুর][আরও পড়ুন: লোকসভার লক্ষ্যে একনজরে! অনেক উত্থান-পতনের কেন্দ্র যাদবপুর]

২০১৪-র ভোট চিত্র

২০১৪-র ভোট চিত্র

২০১৪ সালে বোলপুর কেন্দ্রে ভোটদাতার সংখ্যা ছিল ১,৫৩৮,৪২৯ জন। যার মধ্যে পুরুষ ছিলেন ৭৯৮,৩৮৪ জন এবং মহিলা ছিলেন ৭৪০,০৪৫ জন।
সব মিলিয়ে ভোট দিয়েছিলেন ১,৩০৪,৭৫৬ জন। ভোটদানের হার ছিল ৮৫ শতাংশ।

তফশিলি এই কেন্দ্রের লোকসংখ্যা ২,০৯০,৪৫১ জন। যার মধ্যে ৯৩.৭৩ শতাংশ মানুষ বাস করেন গ্রামে আর ৬.২৭ শতাংশ মানুষ থাকেন শহরে।
তফশিলি জাতিভুক্ত মানুষের হার ৩৭ শতাংশ আর তফশিলি উপজাতি ৩.৬৫ শতাংশ।

[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রেক্ষাপটে ঘাটালের রাজনৈতিক মানচিত্র একনজরে][আরও পড়ুন: লোকসভা ভোটের প্রেক্ষাপটে ঘাটালের রাজনৈতিক মানচিত্র একনজরে]

English summary
Election in Bolpur is going to be held in 4th phase. This constituency is presentlyunder tmc.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X