For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতকে ঘোল খাইয়ে ছাড়বেন দুধকুমার! 'নকুলদানা'র পাল্টা চালে কী বললেন বিজেপি নেতা

বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল‌ যখন নকুলদানা খাইয়ে দলীয় প্রার্থীর ভোট বাড়ানোর কথা বলছেন সেই সময় অনুব্রত মণ্ডল‌ ও তৃণমূল কংগ্রেসকে ঘোল খাইয়ে ছাড়বেন বলে জানিয়েছেন বীরভূম লোকসভা

  • By Kaushik Dutta
  • |
Google Oneindia Bengali News

বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল‌ যখন নকুলদানা খাইয়ে দলীয় প্রার্থীর ভোট বাড়ানোর কথা বলছেন সেই সময় অনুব্রত মণ্ডল‌ ও তৃণমূল কংগ্রেসকে ঘোল খাইয়ে ছাড়বেন বলে জানিয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল। নকুল দানা খাওয়ানোর কথা বলে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন অনুব্রত মণ্ডল‌। শুধু মাত্র জেলার ভোটারদের নয় , ভোট পর্ব মিটলে নির্বাচন কমিশনের অফিসারদেরও নকুল দানা খাইয়ে আসবেন বলেও মন্তব্য করেছেন তিনি।

অনুব্রতকে ঘোল খাইয়ে ছাড়বেন দুধকুমার! নকুলদানার পাল্টা তোপে কী বললেন বিজেপি নেতা

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়। এর আগে এই কেন্দ্রে দুবার জিতেছেন তিনি। ২০১৪ সালের নির্বাচনে শতাব্দী পেয়েছিলেন ৪৬০৫৬ ভোট। তিনি জেতেন‌ ৬৭২৬৩ ভোটে। বিজেপির জয় বন্দ্যোপাধ্য়ায় পেয়েছিলেন ২৩৫৭৫৩ টি ভোট।

এই বারও তৃণমূল কংগ্রেস জিতবে বলে জানিয়েছেন অনুব্রত মণ্ডল‌। প্রতি বুথে ভোট বাড়বে বলে মনে করেন তিনি।

আর এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে দুধ কুমার বলেছেন তিনি তৃণমূল কংগ্রেস ও অনুব্রত মণ্ডল‌ কে ঘোল খাইয়ে ছাড়বেন। " ওরা তো সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না। যদি ওরা গন্ডগোল করতে আসে তাহলে মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে। ওরা অনেক কথা বলছেন। নকুল দানা খাওয়াচ্ছেন। তাদের এবার আমি ঘোল খাইয়ে ছাড়ব।

[আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভোটের আগে আরামবাগ আসনের গুরুত্বপূর্ণ তথ্য একনজরে ][আরও পড়ুন: ২০১৯ লোকসভা ভোটের আগে আরামবাগ আসনের গুরুত্বপূর্ণ তথ্য একনজরে ]

দুধকুমার বীরভূম জেলায় বিজেপি দলের প্রাক্তন সভাপতি। গত কয়েক বছরে এই জেলায় শাসক দলের সাথে সমানে টক্কর দিয়েছে বিজেপি। অনুব্রত মণ্ডলের চোখে চোখ রেখে কথা বলছেন দুধ কুমার। গত পঞ্চায়েত নির্বাচনে জেলার অন্যান্য জায়গায় তৃণমূল কংগ্রেস অন্য কাওকে দাঁড়াতে না দিলে ও দুধ কুমারের নিজের এলাকা ময়ূরেশ্বরে কিছু করতে পারে নি।

[আরও পড়ুন: ভেস্তে গিয়েছে বিরোধী জোট! বেগুসরাই থেকে বাম প্রার্থী কানহাইয়া কুমার][আরও পড়ুন: ভেস্তে গিয়েছে বিরোধী জোট! বেগুসরাই থেকে বাম প্রার্থী কানহাইয়া কুমার]

ঝাড়খণ্ড রাজ্য লাগোয়া এই জেলায় গত কয়েক বছরে নিজেদের শক্তি অনেক বাড়িয়েছে। তার ওপর প্রার্থী হয়েই দুধ কুমার যে ভাবে হুঙ্কার দিয়ে অনুব্রত মণ্ডল‌ কে চ্যালেঞ্জ দিয়েছেন তাতে এবার এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ও বিজেপির লড়াই নতুন মাত্রা পাবে বলে মনে করছেন জেলার অনেক সাধারণ মানুষ।

[আরও পড়ুন:মোদী বনাম রাহুলের দাক্ষিণাত্য টক্কর নিয়ে চমকের অপেক্ষা! কর্ণাটকের কোন কেন্দ্র থেকে লড়তে পারেন 'নমো'][আরও পড়ুন:মোদী বনাম রাহুলের দাক্ষিণাত্য টক্কর নিয়ে চমকের অপেক্ষা! কর্ণাটকের কোন কেন্দ্র থেকে লড়তে পারেন 'নমো']

English summary
Loksabha elections 2019:Dudh Kumar Mondal attack Anubrata on nakuldana issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X