For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের ফলাফলের আগের রাতে লাড্ডু থেকে আবির ব্যবসায়ীদের ব্যস্ততা তুঙ্গে! কাদের 'অর্ডার' বাড়ছে

রাত পোহালেই শুরু সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা পর্ব। যদিও ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পরের দিন সকাল হয়ে যাবে।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই শুরু সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগণনা পর্ব। যদিও ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হতে পরের দিন সকাল হয়ে যাবে। তবুও দেশের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে ব্যস্ততা বেড়ে গিয়েছে মিষ্টি ব্যবসায়ী ও আবির ব্যবসায়ীদের।

ভোটের ফলাফলের আগের রাতে লাড্ডু থেকে আবির ব্যবসায়ীদের ব্যস্ততা তুঙ্গে! কাদের অর্ডার বাড়ছে

লুধিয়ানায় যুদ্ধকালীন তৎপরতায় কার্যত চলছে লাড্ডু বানানোর কাজ। ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যেই ১০-১২ কুইন্টাল লাড্ডুর অর্ডার এসে গিয়েছে তাঁদের কাছে। এরপর থেকেই কর্মীরা লড়ে যাচ্ছেন। তৈরি হচ্ছে লাড্ডু। শিরোমনি অকালি দল, কংগ্রেস , বিজেপি সমস্ত তরফ থেকেই লুধিয়ানায় মিষ্টি বিক্রেতাদের কাছে আসতে শুরু করেছে অর্ডার।

এদিকে, বাংলার আবির বাজারেও রীতিমত ব্যস্ততা তুঙ্গে। দোল না হলেও, লোকসভা নির্বাচন ঘিরে অকাল দোল কাল আয়োজিত হতে চলেছে ২৩ মে! আর তা ঘিরেই ব্যস্ততা। কলকাতায় ৩২০ টাকা কিলো দরে ইতিমধ্যেই বিক্রি হতে শুরু করেছে আবির। একই দামে গেরুয়া ও সবুজ দুটি রঙের আবির বিক্রি হচ্ছে। সবমিলিয়ে, ভোট উৎসব ঘিরে, আবির থেকে মিষ্টি ঘিরে ফলাফলের আগের রাতেই কার্যত জমজমাট গোটা দেশ।

English summary
Loksabha Election result 2019, Laddu makers to color sellers are getting prepared .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X