For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় লোকসভা ভোটের গণনা শুরু হতেই কোন তারকা প্রার্থীরা এগিয়ে! দেখে নিন একনজরে

অধীর অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল গণনার পক্রিয়া। আর তা শুরু হতেই প্রথমেই খোলা হয়েছে পোস্টাল ব্যালট।

Google Oneindia Bengali News

অধীর অপেক্ষার অবসান। শুরু হয়ে গেল সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল গণনার পক্রিয়া। আর তা শুরু হতেই প্রথমেই খোলা হয়েছে পোস্টাল ব্যালট। আর তা খুল তেই বাংলাল রাজনৈতিকি চিত্রে যে ছবি ফুটে উঠেছে তা একনজরে দজেখে নেওয়া যাক।

সকাল ৮ টা

সকাল ৮ টা

বারাসত কেন্দ্র থেকে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে ৯০০ ভোটে। আসানসোল কেন্দ্র থেকে বাবুল সুপ্রিয়র এগিয়ে থাকার খবর উঠে আসতে থাকে।

সকাল ৮:০৫ মিনিট

সকাল ৮:০৫ মিনিট

দার্জিলিং এ ১৩৬৫ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী রাজু বিস্ত। তবে তা পোস্টার ব্যালট গণনা শুরু হতেই দেখা যায় এমন ট্রেন্ড।

সকাল ৮:২৫ মিনিট

সকাল ৮:২৫ মিনিট

আলিপুরদুয়ার থেকে এগিয়ে ১১০০ ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী জন বার্লা। নুসরত জাহান বসিরহাট থেকে ২৬৫১ ভোটে এগিয়ে। উত্তর কলকাতা থেকে সুদীপ বন্দ্যোপাধ্য়ায় এগিয়ে ৫০০০ ভোটে এগিয়ে।

 সকাল ৮:৩০ মিনিট

সকাল ৮:৩০ মিনিট

ঘাটাল থেকে ৪০০ ভোটে এগিয়ে দেব। অন্যদিকে মালদা উত্তর কেন্দ্রে কংগ্রেসের ইশা খান চৌধুরী এগিয়ে রয়েছেন পোস্টাল ব্যালটের গণনা শুরু হতেই।

সকাল ৮: ৩০ মিনিট

সকাল ৮: ৩০ মিনিট

বহরমপুর কেন্দ্র থেকে ৭৬৩ ভোটে এগিয়ে রয়েছেন অধীর চৌধুরী। অন্যদিকে সকাল ৯ টা বাজতেই খবর পাওয়া যায় বাঁকুড়া কেন্দ্র থেকে সুব্রত মুকোপাধ্যায় পিছিয়ে রয়েছেন।

[আরও পড়ুন: রাজ্যে কি মিলতে যাচ্ছে এক্সিট পোলের ফল! একনজরে প্রাথমিক ট্রেন্ড][আরও পড়ুন: রাজ্যে কি মিলতে যাচ্ছে এক্সিট পোলের ফল! একনজরে প্রাথমিক ট্রেন্ড]

সকল ৮: ৩১ মিনিট

সকল ৮: ৩১ মিনিট

মালদা দক্ষিণে কংগ্রেস প্রার্থী আবু হাশেম চৌধুরী এগিয়ে । এছাড়াও তৃণমূলের শতাব্দী রায় বীরভূম কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। বোলপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন তৃণমূলের অসিত মাল।

[আরও পড়ুন:শুরু ভোট গণনা! দেশের নিরিখে যেসব তারকা প্রার্থীরা এগিয়ে কিংবা পিছিয়ে, একনজরে][আরও পড়ুন:শুরু ভোট গণনা! দেশের নিরিখে যেসব তারকা প্রার্থীরা এগিয়ে কিংবা পিছিয়ে, একনজরে]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত খবর পেতে ক্লিক করুন ]

English summary
Loksabha election 2019 Results: Which candidates are leading in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X