For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দার্জিলিং লোকসভা আসনের রাজনৈতিক মানচিত্র একনজরে

দ্বিতীয় দফা ভোটগ্রহণ পর্বের আগে দার্জিলিং এর রাজনৈতিক মানচিত্র দেখে নেওয়া যাক একনজরে। এই আসনের নির্বাচিত সাংসদের নাম সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বিজেপি-র এই সাংসদ-এর সঙ্গে বাংলার নাড়ির টান রয়েছে।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় দফা ভোটগ্রহণ পর্বের আগে দার্জিলিং এর রাজনৈতিক মানচিত্র দেখে নেওয়া যাক একনজরে। এই আসনের নির্বাচিত সাংসদের নাম সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বিজেপি-র এই সাংসদ-এর সঙ্গে বাংলার নাড়ির টান রয়েছে। কলকাতাতেই বেড়ে ওঠা সুরিন্দর সিং আলুওয়ালিয়া বহুদিন ধরেই দিল্লিতে বিজেপি-র কেন্দ্রীয় রাজনীতির অন্যতম শীর্ষনেতা।

সুরিন্দর আলুওয়ালিয়া সম্পর্কে তথ্য

সুরিন্দর আলুওয়ালিয়া সম্পর্কে তথ্য

২০১৪ সালে ১৮ -ই মে তিনি গোর্খা জনমুক্তির সমর্থনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। মোর্চা প্রধান বিমল গুরুং দার্জিলিং লোকসভা আসনে বিজেপি-কে সমর্থন দিয়েছিলেন। ভারতীয় জনতা পার্টির এই সাংসদের শিক্ষাগত যোগ্যতা প্রফেশনাল গ্র্য়াজুয়েট। তাঁর ডিগ্রির ঝুলিতে রয়েছে বিএসসি, এলএলবি-র সার্টিফিকেটস। সেন্ট জোজে-র প্রাক্তন ছাত্র সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

'সাংসদ'সুরিন্দর আলুওয়ালিয়ার সম্পর্কে

'সাংসদ'সুরিন্দর আলুওয়ালিয়ার সম্পর্কে

বছর ৬৭-র সুরিন্দর সিং ২০১৮-র ২০ ডিসেম্বর পর্যন্ত সংসদে ৩০টি বিতর্কে অংশ নিয়েছেন। স্টেট ডিবেটে তাঁর অংশগ্রহণের হার হল ১৬.৯ শতাংশ। ন্যাশনাল ডিবেটে তাঁর অংশগ্রহণের হার ৩৫.৩ শতাংশ। প্রাইভেট মেম্বার বিলে অংশগ্রহণের হার শূন্য। স্টেট প্রাইভেট মেম্বার বিলে সুরিন্দরসিং-এর উপস্থিতির হার ০.০২ শতাংশ। ন্যাশনাল প্রাইভেট মেম্বার বিলে উপস্থিতির হার ১ শতাংশ।

সংসদে উপস্থিতির হার

সংসদে উপস্থিতির হার

সংসদ অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে তাঁর উপস্থিতির হার শূন্য। স্টেট কোয়েশ্চেনে তাঁর উপস্থিতির হার ৪২ শতাংশ। ন্যাশনাল কোয়েশ্চেনে তাঁর উপস্থিতির হার ১৩৭ শতাংশ। সংসদ অধিবেশনে তাঁর উপস্থিতির হার ৮৭ শতাংশ। স্টেট অ্যাটেন্ড্যান্সে তাঁর উপস্থিতির হার ৬৫ শতাংশ।

দার্জিলিং ও তার রাজনৈতিক তথ্য

দার্জিলিং ও তার রাজনৈতিক তথ্য

২০১৪ সালের লোকসভা ভোটের প্রেক্ষিতে এই লোকসভা আসনে ভোটদাতার সংখ্যা ১৪ লক্ষ ৩৭ হাজার ১২৬। এই আসনে পুরুষ ভোটদাতার সংখ্যা ৭লক্ষ ৩৭ হাজার ১৮৪। মহিলা ভোটদাতার সংখ্যা ৬ লক্ষ ৯৯ হাজার ৯৪২। ২০১৪ সালে শেষমেশ ভোট দিয়েছিলেন ৫লক্ষ ৮৭ হাজার ৬৭৮জন। এছাড়া ৫লক্ষ ৫৪ হাজার ৩৩১ জন মহিলা ভোটদান করেছিলেন। সবমিলিয়ে ভোট পড়েছিল ১১ লক্ষ ৪২ হাজার ৯ জনের। ভোটদানের হার ছিল ৭৯ শতাংশ।
দার্জিলিং লোকসভা আসনটি সংরক্ষিত নয়। এখানকার সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া পেয়েছিলেন ৪ লক্ষ ৮৮ হাজার ২৫৭টি ভোট। তাঁর বিপক্ষে দাঁড়ানো তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাইচুং ভুটিয়া ২লক্ষ ৯১ হাজার ১৮টি ভোট। সুরিন্দর সিং আলুওয়ালিয়ার জয়ের ব্যবধান ছিল ১লক্ষ ৯৭ হাজার ২৩৯।

পরিসংখ্যানে দার্জিলিং

পরিসংখ্যানে দার্জিলিং

দার্জিলিং-এর আসনে বসবাসকারী জনসংখ্যা ২২ লক্ষ ১ হাজার ৭৯৯। এখানে গ্রামীণ এলাকায় বসবাসকারীদের সংখ্যা ৬৬.৬৮শতাংশ। শহুরে এলাকায় বসবাসকারীদের সংখ্যা ৩৩.৩২ সংখ্যা। তপশিল জাতীর জনসংখ্যার হার ১৭ শতাংশ। তপশিল উপাজাতির জনসংখ্যার হার ১৮.৯৯ শতাংশ।

English summary
Loksabha Election 2019:know more about darjeeling seat of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X