For Quick Alerts
For Daily Alerts
বাংলায় সাত দফার কোন দফায় কত আসনে ভোট, জেনে নিন একনজরে
বাংলায় সাত দফায় ভোট হতে চলেছে। এদিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। যার ফলে ১১ এপ্রিল থেকে শুরু করে আগামী ১৯ মে পর্যন্ত সবকটি দফাতেই বাংলায় ভোটগ্রহণ হবে। আগামী ২৩ মে সারা দেশের ভোটগণনা একসঙ্গে হবে বলে কমিশন জানিয়ে দিয়েছে। একমাত্র বাংলা বাদে উত্তরপ্রদেশ ও বিহারেও সাত দফায় ভোটগ্রহণ হতে চলেছে। এবার একনজরে দেখে নেওয়া যাক, বাংলায় কোন দফায় কত আসনে ভোট হবে।

প্রথম দফা
২টি আসনে ভোট
দ্বিতীয় দফা
তিনটি আসনে ভোট
তৃতীয় দফা
পাঁচটি আসনে ভোট
চতুর্থ দফা
আটটি আসনে ভোট
পঞ্চম দফা
সাতটি আসনে ভোট
ষষ্ঠ দফা
আটটি আসনে ভোট
সপ্তম দফা
নয়টি আসনে ভোট