For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভায় তৃণমূলের হাতেই থাকবে বাংলা, মুছে যাবে বাম-কংগ্রেস, আসন বাড়বে বিজেপির, বলছে সমীক্ষা

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই বিভিন্ন সংবাদমাধ্যম ফের একবার সাম্প্রতিকতম সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। প্রায় সবকটি জায়গাতেই দেখা যাচ্ছে এনডিএ তথা বিজেপি বাকীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পরই বিভিন্ন সংবাদমাধ্যম ফের একবার সাম্প্রতিকতম সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। প্রায় সবকটি জায়গাতেই দেখা যাচ্ছে এনডিএ তথা বিজেপি বাকীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। কিছু জায়গায় বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতা পাবে এনডিএ, কোথাও বলা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা দূরে থামবে এনডিএ। তবে বিরোধী কংগ্রেস বা ইউপিএ জোট যে সংখ্যাগরিষ্ঠতার ধারেকাছে পৌঁছতে পারবে না, তা ফের একবার উঠে এসেছে। অন্যদিকে রাজ্যের হিসাবে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ফের একবার নিজেদের ঘাঁটি আগলে রাখতে পারছে।

তৃণমূলের জয়জয়কার

তৃণমূলের জয়জয়কার

ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩০টিতে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আগের বারের চেয়ে ৪টি আসন কম পেলেও নিজেদের গড় অটুট রাখতে পারবে। তবে সমীক্ষায় বিজেপিকে ১২টি আসন দেওয়া হয়েছে। যার অর্থ সবকটি আসন তৃণমূল ও বিজেপি মিলে ভাগাভাগি করে নেবে।

কোনও আসন পাবে না বাম-কংগ্রেস

কোনও আসন পাবে না বাম-কংগ্রেস

এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বামেরা পশ্চিমবঙ্গে কোনও আসন জিততে পারবে না বলে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে। অর্থাৎ এই প্রথম দুই দল খালি হাতে ফিরবে। এমনটা হলে তা এক রেকর্ড হতে চলেছে নিঃসন্দেহে। কারণ অতীতে এমন রেকর্ড নেই।

দেশের নিরিখে এনডিএ

দেশের নিরিখে এনডিএ

সারা দেশের নিরিখে ইন্ডিয়া টিভি-সিএনএক্স সমীক্ষা বলছে, এনডিএ ২৮৫টি আসন জিতবে। বিজেপি তার মধ্যে ২৩৮টি আসন জিততে পারে।

[আরও পড়ুন;লোকসভার নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই শিবসেনার তোপে জোটসঙ্গী বিজেপি][আরও পড়ুন;লোকসভার নির্ঘণ্ট ঘোষণার পরের দিনই শিবসেনার তোপে জোটসঙ্গী বিজেপি]

দেশের নিরিখে ইউপিএ

দেশের নিরিখে ইউপিএ

অন্যদিকে ইউপিএ সারা দেশ মিলিয়ে ১২৬টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে কংগ্রেস জিততে পারে ৮২টি আসন।

[আরও পড়ুন: কংগ্রেসের দেওয়া আসনে লড়তে চান না মনমোহন সিং, স্পষ্ট জানালেন মনের কথা][আরও পড়ুন: কংগ্রেসের দেওয়া আসনে লড়তে চান না মনমোহন সিং, স্পষ্ট জানালেন মনের কথা]

English summary
Lok Sabha Elections 2019 : TMC to get majority of seats in Bengal, BJP to gain huge, says India TV survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X