For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ দফা ভোটেও পিছু ছাড়ল না ইভিএম-বিভ্রান্তি! সকাল থেকে লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম ভোটাররা

শহর কলকাতায় তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রির দিকে ছুটছে, সঙ্গে তাল মিলিয়ে রয়েছে অস্বস্তি ফ্যাক্টর। আর এই গরমে ভোটের লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র ইভিএম বিভ্রাটের জন্য নাকাল হচ্ছেন ভোটাররা।

Google Oneindia Bengali News

শহর কলকাতায় তাপমাত্রার পারদ প্রায় ৪০ ডিগ্রির দিকে ছুটছে, সঙ্গে তাল মিলিয়ে রয়েছে অস্বস্তি ফ্যাক্টর। আর এই গরমে ভোটের লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র ইভিএম বিভ্রাটের জন্য নাকাল হচ্ছেন ভোটাররা। প্রশ্ন উঠছে কুইক রেসপন্স টিমের তৎপরতা নিয়েও। অন্ধকারে বুথের ভোটকর্মীরাও।

শেষ দফা ভোটেও পিছু ছাড়ল না ইভিএম-বিভ্রান্তি! সকাল থেকে লাইনে দাঁড়িয়ে গলদঘর্ম ভোটাররা

সপ্তম তথা শেষদফা ভোটেও ইভিএম বিভ্রাট ঘিরে রাজ্যে অস্বস্তিতে পড়ল নির্বাচন কমিশন। এদিন ২০১৯ লোকসভা ভোটের শেষদিনের ভোটগ্রহণেও রাজ্যের একাধিক জায়গায় ইভিএম মেশিন বিকল হওয়ার খবর আসতে থাকে। ইটিন্ডা ,বসিরহাটের ১৮৮ নম্বর বুথ , মায়রা বাগান ১৯ নম্বর বুথ,বিষ্ণুপুর ১৪৬ এ,ডায়মন্ড হারবারের ২৪৫ নম্বর বুথে ইভিঅম খারাপ হয়ে যাওয়ার খবর আসতে শুরু করে। বিষ্ণুপুর বিধানসভার অন্তরগত গাববেড়িয়া ২৬৫ নং বুথে ইভিএম খারাপ হয়ে যাওয়ায় ভোট বন্ধ থাকে খানিকক্ষণ। এছাড়াও, দক্ষিণ কলকাতার ঠাকুর পুকুরে এলিজাবেথ স্কুলে ৩৪৬ নম্বর বুথে ইভিএম খারাপ থাকায় এখনো ভোট শুরু করা যায়নি। যাদবপুরের সোনারপুরের একটি কেন্দ্রে সকাল থেকে আড়াইঘণ্টা কেটে গেলেও ভোট গ্রহণ শুরুই করা যায়নি ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য। গোসাবা বিধানসভার অন্তর্গত ১,৮,১৮০,১৮৯,১৯৮ ইভিএম খারাপ হওয়ায় ভোট শুরু হয়নি।

[আরও পড়ুন: বদলে গিয়েছেন বিধাননগরের সিপি! দলের প্রভাবশালী নেতাকে চিনতে হেঁয়ালি কাকলির][আরও পড়ুন: বদলে গিয়েছেন বিধাননগরের সিপি! দলের প্রভাবশালী নেতাকে চিনতে হেঁয়ালি কাকলির]

এছাড়াও দমদম, হাড়োয়া, রবীন্দ্রপল্লী,গোসাবা সহ একাধিক জায়গায় ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার সময় থেকেই ইভিএম বিভ্রাটের খবর আসতে থাকে। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোট গ্রহণের শুরুর সময় থেকেই ইভিএম বিকল ঘিরে দেশের বিভিন্ন অংশ থেকে ক্ষোভ উঠে আসে। মাঝের এতগুলি দফার পর সপ্তম ও শেষ দফাতেও সেই বিভ্রান্তি কাটিয়ে উঠতে পারেনি নির্বাচন কমিশন। এদিকে, গরমের মধ্যে ভোটের লাইনে সকাল থেকে দাঁড়িয়ে থাকার ভোটারদের মধ্যেও ক্ষোভ জমাট বেঁধেছে। প্রতিবাদে মুখর হয়েছেন অনেকে। প্রশ্ন উঠছে, কমিশনের কাছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বাড়তি ২০ শতাংশ ইভিএম মেশিন থাকবার কথা। তাহলে সেই বাড়ি ২০ শতাংশ দিয়ে পরিস্থিতি কেন সামাল দিতে পারছে না কমিশন। তা নিয়ে ধাঁধায় সাধারণ ভোটাররা।

[আরও পড়ুন:পশ্চিমবঙ্গ লোকসভা নির্বাচন ২০১৯-এর সব রকমের আপডেট পেতে ক্লিক করুন]

English summary
Lok sabha elections 2019: EVM machine not working in varoius parts of West Bengal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X