For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রত্যেক পরিযায়ীকে দেওয়া হোক ৫ হাজার করে! মুখ্যমন্ত্রী মমতার রাজনীতির বর্ণনা করলেন লকেট

প্রত্যেক পরিযায়ীদের দেওয়া হোক ৫ হাজার করে! মুখ্যমন্ত্রী মমতার রাজনীতির বর্ণনা করলেন লকেট

  • |
Google Oneindia Bengali News

সাধারণ মানুষের কোটি কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোরকে ভাড়া করেও, এবার সরকার বাঁচাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মন্তব্য করেছেন রাজ্য বিজেপির নেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের জন্য উনি কী করেছেন, প্রশ্ন করেছেন লকেট।

কাজ দিতে পারেননি বলেই পরিযায়ী

কাজ দিতে পারেননি বলেই পরিযায়ী

সরকার কাজ দিতে পারেনি বলেই লক্ষ লক্ষ পরিযায়ী। মন্তব্য করেছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর আরও প্রশ্ন পরিযায়ীদের জন্য উনি কী করেছেন। রাজ্যে বড় বড় শিল্প সম্নেলন করেও শিল্প নেই। লকেটের অভিযোগ, পরিযায়ীদের রাজ্যে ফেরানোর ইচ্ছা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 পরিযায়ীদের পৌঁছে দিয়েছে কেন্দ্র

পরিযায়ীদের পৌঁছে দিয়েছে কেন্দ্র

লকেট চট্টোপাধ্যায় দাবি করেন, পরিযায়ীদের ট্রেন দিয়ে রাজ্যে পৌঁছে দিয়েছে কেন্দ্র। তাও রাজ্যে প্রবেশের সময় পরিযায়ীদের আটকানোর চেষ্টা হয়েছে। তাঁর দাবি পরিযায়ীরা যাতে তিনমাসের রেশন ফ্রিতে পায়, তার জন্য ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদী।

প্রত্যেক পরিযায়ীকে ৫ হাজার টাকা করে দেওয়ার দাবি

প্রত্যেক পরিযায়ীকে ৫ হাজার টাকা করে দেওয়ার দাবি

লকেট চট্টোপাধ্যায় বলেন ক্লাবগুলিকে ১৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এমন কী করোনা সংক্রমণ শুরু হওয়ার পরও ক্লাবগুলিকে টাকা দেওয়া হয়েছে। এমন রাজ্যে আসা পরিযায়ীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে দেওয়ার দাবিত তুলেছেন তিনি।

মানুষ চাইছে বিজেপি বাঁচাক

মানুষ চাইছে বিজেপি বাঁচাক

বিজেপির বিরুদ্ধে বাংলা দখলের অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, সাধারণ মানুষই চাইছেন বিজেপি এসে তাঁদের বাঁচাক। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই পরিস্থিতিতে তিনি রাজনীতি চান না। কিন্তু ত্রাণ বিলিতে বাধা দেওয়া হয়েছে তাঁকে সহ অন্য বিজেপি সাংসদদের। তাহলে কে রাজনীতি করছেন, প্রশ্ন তুলেছেন লকেট চট্টোপাধ্যায়।

২১-এর নির্বাচনে কোয়ারেন্টাইনে ঢুকবে! পিকের 'জিতবে বাংলা' নিয়ে কড়া প্রতিক্রিয়া লকেটের২১-এর নির্বাচনে কোয়ারেন্টাইনে ঢুকবে! পিকের 'জিতবে বাংলা' নিয়ে কড়া প্রতিক্রিয়া লকেটের

English summary
Locket Chattetjee claims Mamata Banerjee govt should give Rs 5000 to every Migrant Workers. She also claims CM Mamata Banerjee don't work for these workers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X