গোষ্ঠী কোন্দল তৃণমূলে কাছে অলংকারের মতো! শিলিগুড়িতে তৃণমূলকে নিয়ে বিস্ফোরক লকেট, নিশীথ
পশ্চিমবঙ্গই বিজেপি নেতৃত্বের কাছে পাখির চোখ। অমিত শাহের রাজ্যে আসাটা তাদের কাছে গর্বের। এদিন শিলিগুড়িতে এমনটাই জানিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, আগামী দিনে রাজ্যে নতুন সরকার আসবে। প্রসঙ্গত আগামী ১৭, ১৮ অক্টোবর নাগাদ অমিত শাহ শিলিগুড়িতে যাচ্ছেন।

ভোটে সাধু সাজতে চাইছে তৃণমূল
এদিন শিলিগুড়িতে গিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল নেতা তথা মন্ত্রী গৌতম দেবের শনিবারের মন্তব্য নিয়ে। যেখানে দলের মধ্যেই নেতা কর্মীরা মহানন্দার বালি পাচারে যুক্ত বলে বলেছেন তিনি। লকেট চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ভোট আসছে। তাই সাধু সাজতেই এই মন্তব্য। কটাক্ষ করে তিনি বলেন, মন্ত্রী বলতে চাইছেন ভোট আসছে তাই চুপ থাকো। ভোটে ক্ষমতায় আসলেই ফের আমাদের কাজ শুরু করব।

পরিবর্তন না করলে মানুষের দুর্দশা বাড়বে
লকেট চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে রাজনৈতিক পরিবর্তন না করলে মানুষের দুর্দশা বাড়বে। অমিত শাহের সফরের আগে পর্যালোচনা সভায় যোগ দিতে লকটে চট্টোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছেন।

নিশীথ প্রামাণিকের অভিযোগ
এক কথায় রাজ্যে গণতন্ত্রের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। এদিন শিলিগুড়িতে গিয়ে এমনটাই অভিযোগ করেছেন, কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। অভিযোগ করে তিনি বলেন, বাংলার শাসকদল এবং প্রশাসনের মধ্যে সংযোগ রয়েছে। তারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার মানুষের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই চিত্র নবান্ন অভিযানে প্রকাশ হয়ে পড়েছে।

ক্ষমতা কুক্ষিগত করতে তৃণমূলের রাজনীতি
তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা কুক্ষিগত করতে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। তিনি বলেন, বাংলা আজ কাঁদছে। বাংলা আজ তৃণমূলের থেকে স্বাধীনতা চাইছে। গণতন্ত্র ফিরে পেতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি। ২০২১-এর লক্ষ্যে বাংলার মানুষ তাকিয়ে রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

গোষ্ঠী কোন্দল তৃণমূলের কাছে অলংকার
নিশীথ প্রামাণিক বলেন, গোষ্ঠী কোন্দল তৃণমূলে কাছে অলংকারের মতো। যেদিন গোষ্ঠী কোন্দল থাকবে না, সেদিন তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। অমিত শাহের আসন্ন শিলিগুড়ি সফর উপলক্ষে শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননও শিলিগুড়িতে রয়েছেন।

শিখ সম্প্রদায়কে অপমান মমতার পুলিশের! রাজ্যপালের কাছে বিচারের দাবি গুরুদ্বারা কমিটির