For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে সুন্দরবনে ডেরা থেকে বেরিয়ে আসছে বাঘ! কী ঘটছে সেখানে

  • |
Google Oneindia Bengali News

লকডাউন। তাই রাস্তায় লোকজন নেই। সোজা রাস্তা , চলে গিয়েছে জঙ্গল থেকে শহরের দিকে। আর সেই পথ ধরে হাঁটা লাগিয়ে মজায় গুরছেন বাঘমামা! শুনতে মজার লাগলেও, যাঁরা সচক্ষে ঘরের মধ্যে বা রাস্তা গিয়ে বাঘকে নির্দ্বিধায় ঘুরতে দেখেছেন, তাঁদের কাছে ছিল হাড়হিম করা পরিস্থিতি।

সুন্দরবনে বাঘ দেখা যাচ্ছে

সুন্দরবনে বাঘ দেখা যাচ্ছে

লকডাউন , তাই পর্যটকের ভিড় নেই। আর সুন্দরবনে তাই নিজের আনন্দে ঘুরে বেড়াচ্ছে বাঘেরা। যেখানে সেখানে মনের ইচ্ছা মতো ঘুরছে তারা। সুন্দরবন টাইগার রিজার্ভের তরফে জানানো হয়েছে একথা।

আগে কেমন দেখা যেত বাঘ?

আগে কেমন দেখা যেত বাঘ?

সাধারণ সময়, যখন সুন্দরবনে শুধু মানুষের ঢল, যখন পর্যটকদের ভিড় থাকত,তখন সপ্তাহে ২ বার বাঘ দেখা যেত। কিন্তু এবার যখন তখন 'বাঘ বেরোনো'র খবর হচ্ছে। এখন সপ্তাহে অন্তত ৬ বার দেখা যায় বাঘ।

 খেলতে খেলতে..

খেলতে খেলতে..

সাম্প্রতিককালে কয়েকটি বাঘ খেলতে খেলতে একটি পর্যটক হোমস্টের কাছেও পৌঁছে গিয়েছিল বলে খবর। বন দফতরের কর্তারা বলছেন, মোচর বোটের আওয়াজ নেই, জন কোলাহল নেই, তাই সুখে নিজের মনে ঘুরছে রয়্যাল বেঙ্গল টাইগাররা।

 সুন্দরবনে বাঘের সংখ্যা

সুন্দরবনে বাঘের সংখ্যা

সুন্দরবনে বাঘের সংখ্যা ৯৬। এখন ৪৩ টি বাঘিনী রয়েছে। ২০১৮ সালে বাঘের সংখ্যা ছিল ৮৮ টি। এরপর তা আরও বাড়ে। ১১ টি ছোট্ট বাঘের ছানা ঘোরাফেরা করছে গোটা সুন্দরবন জুড়ে। আর এদের দেখাশোনায় জঙ্গল জুড়ে রয়েছে ৭০০ ক্যামেরা।

পাঞ্জাবে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ ২৯ যুদ্ধবিমান!

English summary
Lockdown impact,Tiger Sightings in Sunderbans Go Up as Tourists Stay Home
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X