ভদ্রেশ্বরে পুরপ্রধানের খুনিদের গ্রেফতারের দাবি, বিক্ষোভ, তদন্তে সাহায্য সিআইডির
বৃহস্পতিবারও থমথমে ভদ্রেশ্বর। পুরসভার চেয়ারম্যানের খুনের ঘটনায় এখনও অধরা মূল অভিযুক্তরা। এদিন অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জিটি রোড অবরোধ করেন পুর প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে জিটি রোডে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

মঙ্গলবার রাতে জিটি রোডের ওপর জয় ভারত সংঘ থেকে দলীয় নেতা চিন্টু দূবের বাইকে বাড়ি ফেরার সময় খুন হয়ে যান ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। তাঁর নাম ধরে ডেকে গাড়ি থামানো এবং যে ভাবে গুলি করে মারা হয়েছে, তাতে সন্দেহ ঘটনার পিছনে রয়েছে এক বা একাধিক পরিচিত। এখনও পর্যন্ত মুন্না রায় নামে একজনকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করে চলছে জিজ্ঞাসাবাদ। অভিযুক্ত রাজু, রতন, রাজেশের খোঁজে চলছে তল্লাশি। চন্দননগর কমিশনারেটের তরফে এডিসিপি মৃণাল মজুমদার জানিয়েছেন, খুনের তদন্তে সিআইডির সাহায্য নেওয়া হবে।
এদিকে, মনোজ উপাধ্যায়ের দাদা জানিয়েছেন, গত দেড় দশকের বেশি সময় ধরে তৃণমূলের সঙ্গেই যুক্ত ছিলেন তিনি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।