খড়্গপুরে দিলীপ ঘোষকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা
খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের মুখে রেল এলাকায় গোল বাজার এলাকায় ব্যবসায়ীরা হাতের সামনে পেয়ে তাদের নিজেদের ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। রবিবার দুপুরে খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের বিজেপি প্রার্থী প্রেম চাঁদ ঝা কে সঙ্গে নিয়ে গোল বাজার এলাকায় গিয়েছিলেন বিজেপি র রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ । তাদের সামনে নিজেদের বিস্তর ক্ষোভের কথা জানান এই ব্যবসায়ীরা । নির্বাচনের মুখে এমন ক্ষোভের কথা শুনে কিছুটা অস্বস্তিতে পড়েন দিলীপ ঘোষ ।

রেলের আধিকারিকদের গড়িমসিকে দায়ী করে বিজেপি র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন । তিনি বলেন যে এই সমস্যা আজকের নয়। দীর্ঘ দিনের । কিন্তু কেউ সমাধান করতে উদ্যোগ নেননি । তিনি এটি নিয়ে রেল মন্ত্রী ও রেল আধিকারিকদের সাথে কথা বলেছেন । তার আশা খুব শীঘ্রই এই সমস্যা সমাধানের উপায় বেড়িয়ে আসবে।
খড়্গপুর স্টেশনের কাছে এই গোল বাজার এলাকায় রেল মার্কেট ।
সেখানে প্রায় 500 দোকান আছে। যে দোকান ঘর আছে সেই গুলি রেলের তৈরি । তার জন্য ভাড়া নেওয়া হয় । এই ঘর গুলি সংস্কার করা হয় না। ফলে সেগুলো ভগ্ন প্রায় । তার ওপর নেই বিদ্যুতের সংযোগ । গরমে নাজেহাল হতে হয় ক্রেতা বিক্রেতা সকলকেই । পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই সমস্যা । মাঝে একবার বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা উঠেছিল । তার পর আর কাজ এগোতেই পারে নি।
এই এলাকায় যারা ব্যবসা করেন তারাও অনেক বার নিজেদের সমস্যা ও দাবির কথা জানিয়েছেন । কিন্তু কাজ হয় নি।
এদিন প্রেম চাঁদ ঝা কে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারের জন্য এই এলাকায় দিলীপ ঘোষ এলে নিজেদের ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা । তারা বলেন যে দীর্ঘদিন ধরেই তারা তাদের দাবি জানিয়ে আসছেন কিন্তু সবাই শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন । এখানে যারা ব্যবসা করেন তারাও ভোট দেন। পরিবারের সদস্যরাও ভোট দেন । কিন্তু তাদের সমস্যার কোনও সমাধান করা হয় না । তারা এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচশ বছরের অযোধ্যা বিতর্কের সমস্যার সমাধান হয়েছে কিন্তু তাদের সমস্যা র সমাধান কবে হবে?
যদিও দিলীপ ঘোষ ও প্রেম চাঁদ ঝা বারেবারে বলেন যে এই সমস্যার কথা তারা জানেন আর এই সমস্যা সমাধানের জন্য তারা উদ্যোগ নিয়ে রেল মন্ত্রী ও রেল আধিকারিকদের সাথে বৈঠক করেছেন । সেখানে তাদের বলা হয়েছে যে এই সমস্যা সমাধানের জন্য করা হচ্ছে।
কিন্তু এতদিন ধরে এই সমস্যা কবে মিটবে তা জানেন না কেউ।
তাই এবারেও ভোটের মুখে একই কথা শুনেও আশ্বস্ত হতে পারছেন না এই ব্যবসায়ীরা । তারা বলেন যে এই একই কথা শুনে আসছি দীর্ঘ দিন ধরে । এবার আর প্রতিশ্রুতি না দিয়ে কাজের কাজ করা হোক ।
ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে শরিকি বিবাদ ভোগাতে পারে বিজেপিকে