আগামিকাল থেকে চলবে লোকাল ট্রেন, রাজ্য সরকার জারি করল ১৬ দফা নির্দেশিকা
পূর্ব নির্ধারিত দিনেই অর্থাৎ বুধবার থেকে চলবে লোকাল ট্রেন। দীর্ঘ আটমাস পর ট্রেন পরিষেবা বন্ধ থাকার পর নিউ নর্মালে পুনরায় চালু করা হল যাত্রীবাহী লোকাল ট্রেন। এই লোকাল ট্রেন চলার আগে নবান্ন থেকে ১৬ দফা নির্দেশিকা জারি করা হল।

নির্দেশিকায় বলা হয়েছে, প্রত্যেক যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না পরলে শাস্তির মুখে পরতে হবে। প্রত্যেকদিন ট্রেনের কামরা দু’বার করে স্যানিটাইজড করা হবে, এছাড়াও প্রত্যেক স্টেশনে থাকবে থার্মাল স্ক্যানিংয়ের ব্যবস্থা। টিকিট ছাড়া কেউ যাতে স্টেশন চত্ত্বরে প্রবেশ না করে তা সুনিশ্চিত করবে রেল কর্তৃপক্ষ। প্রয়োজনে কার্যত কড়া ব্যবস্থা নেবে রেল।
নির্দেশিকায় এও বলা হয়েছে, প্ল্যাটফর্মে আলাদা ঘর রাখতে হবে, কোনও ব্যক্তির দেহে উপসর্গ মিললে তাঁকে সেই ঘরে রেখে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠাতে হবে। ঠিক এরকমই ব্যবস্থা করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে আর সেটাই নির্দেশিকা হিসাবে মেনে চলতে বলা হয়েছে রেলকে। নির্দেশিকায় এও বলা আছে যে স্টেশনে প্রবেশ ও বেড়োনোর জন্য নির্দিষ্ট পথ যাত্রীরা মানছেন কিনা সেটাও দেখবে রেল পুলিশ।

গেম বদলাচ্ছে, সন্ধে নামতেই তেজ বাড়ছে লণ্ঠনের, একক বৃহত্তম দলের দৌড়ে এগোচ্ছেন তেজস্বী