For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভ্যাকসিন নিতে যেতে হবে কোন হাসপাতালে, একনজরে তালিকা

Google Oneindia Bengali News

সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণের দ্বিতীয় পর্ব। এই পর্যায়ে ষাটোর্ধ্ব এবং ৪৫ থেকে ৫৯ বছরের কো-মর্বিডিটিযুক্ত ব্যক্তিরা টিকা নিতে পারবেন৷ এদিকে, প্রতিদিন যাতে পাঁচ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়, তার জন্য রাজ্যে সেন্টারের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য দফতর।

করোনা ভ্যাকসিন নিতে যেতে হবে কোন হাসপাতালে, একনজরে তালিকা

চলতি বছরের ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ। প্রথম পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হয় স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের। যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং যাঁদের বয়স ৪৫ থেকে ৫৯ বছরের মধ্যে অথচ কো-মর্বিডিটি রয়েছে, এমন মানুদের এই দ্বিতীয় পর্যায়ে টিকা দেওয়ার কাজ শুরু হচ্ছে। সরকারি এবং বেসরকারি মিলিয়ে কলকাতায় ২৫টি হাসপাতাল থেকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে ভ্যাকসিন। বেসরকারি হাসপাতালে ২৫০ টাকার বিনিময়ে পাওয়া যাবে এই ভ্যাকসিন।

একনজরে পশ্চিমবঙ্গের কয়েকটি হাসপাতাল, যেখানে করোনা টিকাকরণ চলছে:

  • রেণুকা আই ইনস্টিটিউট : উত্তর ২৪ পরগনা, ২৫/৩ যশোর রোড (দক্ষিণ), ডাকবাঙলো মোড়, পিন কোড - ৭০০১২৭, যোগাযোগ করুন ডঃ অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে।
  • সঞ্জীবন হাসপাতাল : সিজবেড়িয়া, উলুবেড়িয়া, হাওড়া, পিন কোড - ৭১১৩১৬, যোগাযোগ করুন নির্মল সাহার সঙ্গে।
  • শিলিগুড়ি গ্রেটার লায়ন আই হাসপাতাল: জলপাইগুড়ি, সেকন্ড মাইল, সেবক রোড, (বিশাল সিনেমা হলের পিছনে) শিলিগুড়ি, পিন কোড - ৭৩৪০০২, যোগাযোগ করুন সংযোগ প্রধানের সঙ্গে (৮১৪৫৫৮৩৫৫৪/৯৬০৯৬০০৬২২)
  • পিয়ারলেস হসপিটেক্স হাসপাতাল এবং রিসার্চ সেন্টার লিমিটেড : পঞ্চসায়র, কলকাতা, পিন কোড - ৭০০০৯৪, যোগাযোগ করুন অনিন্দ্য সান্যালের সঙ্গে (৯৮৩০৯৬১৪৬৪/০৩৩-৪১১১২২২)
  • রুবি জেনারেল হাসপাতাল : কলকাতা, পিনকোড - ৭০০১০৭, যোগাযোগ করুন পিয়ালি বসুর সঙ্গে।
  • বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টার, কলকাতা
  • ডিসান হাসপাতাল এবং হার্ট ইনস্টিটিউট, কলকাতা
  • নর্থ সিটি হাসপাতাল এবং নিউরো ইনস্টিটিউট, কলকাতা
  • বিপি পোদ্দার হাসপাতাল এবং মেডিকেল রিসার্চ লিমিটেড, কলকাতা
  • নারায়ণা মাল্টি স্পেশ্যালিটি হাসপাতাল, কলতাতা
  • নারায়ণা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, কলকাতা
  • বিএমআরসি হাসপাতাল, কলকাতা
English summary
List of hospitals where you can receive COVID-19 vaccination in Kolkata and West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X