For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ সালে বাংলায় 'ড্রাই ডে'র তালিকা একনজরে! কোন উৎসবের দিনগুলিতে বন্ধ থাকছে মদ বিক্রি

  • |
Google Oneindia Bengali News

পার্টি যাঁরা করতে ভালোবাসেন, তাঁদের কাছে সুরা-বিলাস একটি বড় বিষয়। আর পার্টির জন্য আদর্শ সময় হচ্ছে উৎসবের মরশুম। যে সময় ছুটি থাকে, সেই সময়ই পার্টির মেজাজ জমে ওঠে। তবে পশ্চিমবঙ্গে, এমন অনেক ছুটির দিন রয়েছে যেদিন বন্ধ থাকে মদের দোকান। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দিন ২০২০ সালে পশ্চিমবঙ্গে বন্ধ থাকতে চলেছে মদ বিক্রি।

 জানুয়ারি

জানুয়ারি


১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন বন্ধ থাকবে রাজ্যের মদের দোকানগুলি। এছাড়াও ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৩০ জানুয়ারি মহত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে বন্ধ থাকবে মদের দোকান। এই দিন মদ বিক্রি বন্ধ থাকার কথা।

 ফেব্রুয়ারি-মার্চ

ফেব্রুয়ারি-মার্চ

ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিন, ২১ ফেব্রুয়ারি শিবরাত্রির দিন বন্ধ থাকছে মদ বিক্রি। এরপরই আসছে মার্চ মাসে হোলি। হোলির দিন মদের চাহিদা থাকে তুঙ্গে। তবে ২০২০ সালের ১০ মার্চ বন্ধ থাকবে এরাজ্যের মদের দোকানগুলি।

 এপ্রিল -মে

এপ্রিল -মে

এপ্রিল মাসের ২ তারিখ রামনবমী উপলক্ষ্যে বন্ধ থাকবে মদের দোকান। ৬ এপ্রিল মহাবীর জয়ন্তী , ১৪ এপ্রিল বাংলা নববর্ষ রয়েছে। এই দু'টি দিনই থাকবে না কোনও মদের দোকান খোলা।

 মে থেকে অগাস্ট

মে থেকে অগাস্ট

মে মাসে ১ তরিখ শ্রমদিবস উপলক্ষ্যে ছুটি থাকলেও , সেদিন বন্দ থাকবে মেদের দোকান। মে মাসের ২৪ তারিখ ইদ উপলক্ষ্যে বন্ধ থাকছে রাজ্যের সমস্ত মদের দোকান। এরপর জুলাই মাসের ৩০ তারিখ শুক্রবার রয়েছে ইদ আল আধার ছুটি। তবে সেদিনও বন্ধ থাকছে রাজ্যের সবক'টি মদের দোকান। ১১ অগাস্ট জন্মাষ্টমী, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস, ২২ অগাস্ট শনিবার গণেশ চতুর্থী ২৯ অগাস্ট মহরম শনিবার বন্ধ থাকছে রাজ্যের মের দোকানগুলি।

অক্টোবর থেকে ডিসেম্বর

অক্টোবর থেকে ডিসেম্বর

অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে রয়েছে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ২৪ অক্টোবর দশমী। এই দুটি দিনই বন্ধ থাকবে মদের দোকান। নভেম্বর মাসে ১৩ তারিখ দিওয়ালি, ৩০ তারিখ কার্তিক পুজো রয়েছে । আর এই দিনগুলিতে বন্ধ থাকবে মদ বিক্রি। তবে ডিসেম্বরে কোনও ড্রাই ডে নেই!

English summary
While it is known to everyone that the dry days are observed on national occasions like Republic Day and Independence day, here are some of the days apart from these two when the dry day is observed.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X