For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে কম বিত্তশালী প্রার্থীদের তালিকায় কেউ ৫০০ টাকার মালিক, কারওবা ১০০০ টাকা সঞ্চয়ে

আর মাঝে মাত্র একটা দিন। তারপরই নন্দীগ্রাম সহ বাংলায় হাইভোল্টেজ ভোট পারদ চড়তে শুরু করবে দ্বিতীয় দফার ভোট ঘিরে। এদিকে, আজ দ্বিতীয় দফার ভোটে আগে প্রচারের পারদ তুঙ্গে রাজ্যের একাধিক জায়গায়।

  • |
Google Oneindia Bengali News

আর মাঝে মাত্র একটা দিন। তারপরই নন্দীগ্রাম সহ বাংলায় হাইভোল্টেজ ভোট পারদ চড়তে শুরু করবে দ্বিতীয় দফার ভোট ঘিরে। এদিকে, আজ দ্বিতীয় দফার ভোটে আগে প্রচারের পারদ তুঙ্গে রাজ্যের একাধিক জায়গায়। একনজরে দেখা যাক, দ্বিতীয় দফার ভোটের আগে কম বিত্তশালী কয়েকজন প্রার্থীর তালিকা।

৫০০ টাকা থেকে ১০০০ টাকার মালিক কারা?

৫০০ টাকা থেকে ১০০০ টাকার মালিক কারা?

বাঁকুড়ার বিএসপি প্রার্থী সাধন চট্টোরাজ নিজের নির্বাচনী হলফনামায় জানিয়েছেন , সম্পত্তি বলতে তাঁর কাছে রয়েছে ৫০০ টাকা। ২০১৬ সালে তিনি ওন্দা কেন্দ্র থেকে লড়েছেন,। কতুলপুর কেন্দ্রে বিএসপি প্রার্থী হারু রায়ের সম্পত্তির পরিমাণ ১০০০ চাকা বলে জানা গিয়েছে। এমনই তথ্য উঠে এসেছে 'বিজনেজ ইনসাইডার' পত্রিকায়।

বাকি প্রার্থীদের সম্পত্তির পরিমাণ

বাকি প্রার্থীদের সম্পত্তির পরিমাণ

বাঁকুড়ার ইন্দাসের বিজেপি প্রার্থী নির্মল ধারা ১,৭০০ টাকার সম্পত্তির মালিক। এছাড়াও ১০ হাজার টাকার মালিক বিলে নিজে নির্বাচনী হলফনামায় জানিয়েছেন বিএসপির ময়না কেন্দ্রের প্রার্থী কমল বাগ। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিএসপি প্রার্থী সুব্রত ঘরাই চাষাবাদ থেকে অর্থ উপার্জন করেন। তিনি জানিয়েছেন তাঁর সম্পত্তির পরিমাণ ১০ হাজার টাকা।

পরবর্তী ধাপে তালিকায় কারা?

পরবর্তী ধাপে তালিকায় কারা?

বাঁকুড়ার তালডাংড়ায় নির্দল প্রার্থী রামকৃষ্ণ মাজির সম্পত্তির পরিমাণ, ১৮,৪৫১ টাকা। বিএমপি পার্টির তরফে বাঁকুড়ার তালডাংড়ার প্রার্থী সঞ্জয় বাউরির সম্পত্তির পরিমাম ২১০০০ টাকা। বাঁকু়ডার বিএমপির আরও এক প্রার্থী হুলু ক্ষেত্রপালের সম্পত্তির পরিমাণ ২১,০৩১ টাকা।

তালিকায় আর কারা?

তালিকায় আর কারা?

চণ্ডীপুরে বিএসপি প্রার্থী বিশ্বনাথ ঘরাইয়ের সম্পত্তির পরিমাণ ২২ হাজার টাকা। বাঁকুড়ার তালড্যাংড়ার নির্দল প্রার্থী সুনীল মুর্মুল সম্পত্তির পরিমাণ ২৫,২০০ টাকা। তাঁর কাছে নগদ রয়েছে ১০ হাজার টাকা।

মমতা-শুভেন্দুর কনভয় কাছাকাছি আসতেই নন্দীগ্রামের বুকে কী ঘটল, মেগা ডুয়েলের আগে নয়া নজির মমতা-শুভেন্দুর কনভয় কাছাকাছি আসতেই নন্দীগ্রামের বুকে কী ঘটল, মেগা ডুয়েলের আগে নয়া নজির

English summary
List of 10 poorest candidates of West Bengal's Second Phase voting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X