
পরপর টুইটে দিলীপ থেকে অনুব্রতকে কটাক্ষ তথাগত রায়ের
বঙ্গ-রাজনীতিতে বিতর্ক তৈরিতে তাঁর জুড়ি মেলা ভার। সোশ্যাল মিডিয়া তাঁর হাতিয়ার আর সেটাকেই ব্যবহার করে কামান দেগে থাকেন এই বর্ষীয়ান বিজেপি নেতা। তবে তাঁর কামানের নিশানায় বিরোধীদের সঙ্গেই থাকেন নিজের দলের দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়রা৷ তিনি তথাগত রায়৷ শুক্রবার পরপর টুইটে এরকমই দিলীপ ঘোষ থেকে অনুব্রত মন্ডলকে শ্লেষ ছু্ড়ে দিলেন তথাগত রায়।

দিলীপ ঘোষ বনাম হিরণ বিতর্কে নতুন মাত্রা যোগ করে তথাগত টুইটে লেখেন, 'হিরণেই ভরসা পদ্মের, খড়্গপুর পুরভোটে প্রচারে মুখ অভিনেতা বিধায়কই, গুরুত্বহীন দিলীপ-গোষ্ঠী। সঠিক সিদ্ধান্ত। সাহস নিয়ে এগোন সুকান্ত-শুভেন্দু-শান্তনু, ঠিক পারবেন। শুধু KDSA থেকে শতহস্ত দূরে থাকুন।'
তবে শুধু দিলীপেই থামেননি তথাগত, এরপরই একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে মুয়াজ্জিন ভাতা নিয়ে কটাক্ষ করে তথাগত লেখেন, 'রাজ্যের জনকল্যাণমূলক প্রকল্পে প্রচুর অর্থ খরচ হচ্ছে। তার উপর বকেয়া অর্থ মেটাচ্ছে না কেন্দ্র। এই অবস্থায় খরচে সংশ্লিষ্ট সকলকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ? না কি ইমাম-মুয়াজ্জিন ভাতা আর ক্লাবকে অনুদান দিতে গিয়ে সব টাকা ফুঁকে দিয়েছেন ?'
সম্প্রতি অনুব্রত মন্ডল ভর্তি হয়েছেন এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে৷ এর কিছুদিন আগেই সিবিআই জেরার জন্য ডেকেছে অনুব্রত মন্ডলকে৷ অসুস্থতার কারণ দেখিয়ে জেরাই উপস্থিত থাকেননি অনুব্রত৷ স্বাভাবিকভাবেই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা৷ এই বিষয়টিকেই ইঙ্গিত করে টুইটে তথাগত রায় লেখেন, 'বাংলা আধুনিক গানের প্রবাদপ্রতিম সন্ধ্যা মুখোপাধ্যায়কে রাজ্য সরকার এস-এস-কে-এম-এর উডবার্ন ওয়ার্ড থেকে সরিয়ে বেসরকারী হাসপাতালে নিয়ে গেছেন। ঠিকই করেছেন, কারণ পশ্চিমবঙ্গে বেসরকারী হাসপাতালেই চিকিৎসা হয়। আর চুরিচামারি করে গ্রেপ্তার এড়াতে হলে উডবার্ন ওয়ার্ড।'