রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছত্রধর মাহাতো সহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
মেদিনীপুর, ১২ মে : গতকালই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে নাশকতার ঘটনায় ইউএপিএ ধারায় দোষী সাব্যস্ত হয় ছত্রধর মাহাতো। এদিন তার সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছত্রধরকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত। বাকী ৫ অভিযুক্তেরও যাবজ্জীবন কারাবাস হয়েছে।
গতকাল ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী 'জনগণের কমিটি'-র এই নেতাকে দোষী ঘোষণা করে আদালত। ইউএপিএ আইনে ছত্রধর মাহাতো, সুখশান্তি বাস্কে, শাগুন মুর্মু এবং শম্ভু সোরেনের যাবজ্জীবন সাজা হয়। অন্যদিকে, রাজা সরখেল এবং প্রসূন চট্টোপাধ্যায়ের রাষ্ট্রদ্রোহিতার দায়ে যাবজ্জীবন হল। এদিন মেদিনীপুর জেলা চতুর্থ অতিরিক্ত দায়রা আদালতের বিচারক কাবেরী বসু সাজা ঘোষণা করেন।

রায় নিয়ে কোনও মন্তব্য করেনি ছত্রধর। তবে পরিবারের লোকেরা রায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। এই বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হবে বলে গতকালই জানিয়েছেন ছত্রধরের আইনজীবী
প্রসঙ্গত, ২০০৯-এর সেপ্টেম্বরে গ্রেফতার করা হয় পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে।